সাধে কী তিনি বিগ বি!
Last Updated:
এখনও পুরোপুরি সুস্থ নন অমিতাভ বচ্চন। চলছে চিকিৎসা। কিন্তু তাঁর মতো প্রফেশনাল মানুষ খুব কমই দেখা যায়! অসুস্থতা ভুলে গিয়ে রেকর্ড করলেন '১০২ নট আউট'-এর গান- 'BAADDUUMMBAAAA'।
#মুম্বই: এখনও পুরোপুরি সুস্থ নন অমিতাভ বচ্চন। চলছে চিকিৎসা। কিন্তু তাঁর মতো প্রফেশনাল মানুষ খুব কমই দেখা যায়! অসুস্থতা ভুলে গিয়ে রেকর্ড করলেন '১০২ নট আউট'-এর গান- 'BAADDUUMMBAAAA'। রেকর্ডিং ফ্লোরে বিগ বি আরেকবার প্রমাণ করে দিলেন, বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! বিন্দাস কুল মেজাজে গান গাইলেন! 'BAADDUUMMBAAAA' কথাটা খোদ বিগ বি'র-ই আবিষ্কৃত। সোশাল মিডিয়ায় মনের খুশি বোঝাতে এই কথাটা ব্যবহার করেন তিনি।
তিনি টুইট করেন-
advertisement
বিগ বি ব্লগে লেখেন- ''আমি মিউজিক থেকে ভাল থাকার নির্যাস পাই।''
৪ মে মুক্তি পাচ্ছে '১০২ নট আউট'। সৌম্য জোশির লেখা, একই নামের গুজরাতি নাটক অবলম্বনে লেখা ছবির প্লট। প্রধান চরিত্রে ১০২ বছরের মজাদার, জীবনী শক্তিতে ভরপুর এক বাবা আর তার রাগি ছেলে। বাবার চরিত্রে দেখা যাবে অমিতাভকে, ছেলে ঋষি কাপুর। ২৭ বছর পর, এই দুই মহারথী আবার একসঙ্গে পর্দায়।
advertisement
Location :
First Published :
April 03, 2018 12:40 PM IST