Home /News /entertainment /

Sooryavanshi "অপেক্ষা শেষ, এবার সময় এসেছে এই সুখবরের!" বছর খানের পর খুশির খবর দিলেন অক্ষয় কুমার...

Sooryavanshi "অপেক্ষা শেষ, এবার সময় এসেছে এই সুখবরের!" বছর খানের পর খুশির খবর দিলেন অক্ষয় কুমার...

সূর্যবংশী ছবিতে অক্ষয় রয়েছেন মুখ্য ভূমিকায়৷ তিনি পুলিশ অফিসারের চরিত্রে৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ৷ দীর্ঘ ৯ বছর পর আবার এই জুটি একসঙ্গে৷

 • Share this:

  #মুম্বই: সুখবর দিলেন অক্ষয়৷ তিনি জানলেন যে, যার জন্য অপেক্ষা করছেন তা শেষ পর্যন্ত সামনে এসে গিয়েছে৷ নিজেই সেই সুখবর দিলেন অক্কি৷ আর তার জন্য তিনি বেছে নিলেন পরিচালক রোহিত শেট্টির জন্মদিনটা৷ কারণ রোহিত ও তাঁর মধ্যে একটি দারুণ যোগসূত্র রয়েছে৷ আর তা হল অ্যাকশন! দু’জনেই অনস্ক্রিন অ্যাকশন পছন্দ করেন৷ অক্ষয় তো বহু আগে থেকেই খিলাড়ি বলে পরিচিত৷ অন্যদিকে রোহিতের ছবিও ভরপুর থাকে অ্যাকশন-এ৷ এবার এই দু’জনে মিলে ঝড় তুলবেন বড় পর্দায়৷ মুক্তি পাচ্ছে তাঁদের ছবি সূর্যবংশী (Sooryavanshi)৷ ৩০ এপ্রিয় সিনেমা হলে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত, অক্ষয় কুমার অভিনীত ছবি৷

  ছবির মুক্তির কথা ঘোষণা করতে গিয়ে অক্ষয় একটি ভিডিও পোস্ট করেছেন৷ গত বছর ২ মার্চ সূর্যবংশীর ট্রেলার লঞ্চে বসেছিল চাঁদের হাট৷ অক্ষয়, অজয়, রণবীর সিং উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে৷ ছবি মুক্তির কথাও ছিল ২০২০-এ৷ কিন্তু সেই সময় কেউ জানত না যে করোনার ফলে সবকিছু বন্ধ হয়ে যাবে৷ যার প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপরও৷ তাই ছবি মুক্তিও সম্ভব হয়নি৷ এবার ধীরেধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর হলে মুক্তি পাচ্ছে ছবি৷ এবার নিজেদের ছবি মুক্তির সুখবর শোনালেন অক্ষয়৷ লিখলেন...আ রাহা হে পুলিশ, ৩০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবি!

  এর পাশাপাশি রোহিতের জন্মদিনে, তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও করেন অক্ষয়৷

  সূর্যবংশী ছবিতে অক্ষয় রয়েছেন মুখ্য ভূমিকায়৷ তিনি পুলিশ অফিসারের চরিত্রে৷ সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ৷ দীর্ঘ ৯ বছর পর আবার এই জুটি একসঙ্গে৷ এর আগে তাঁদের রসায়ন দেখা গিয়েছিল নমস্তে লন্ডন, সিং ইন কিং, হামকো দিওয়ানা কর গয়ে, ওয়েলকাম, তিস মার খাঁ-য়ে৷ অজয় দেবগণ ও রণবীর সিংও থাকছেন বিশেষ কিছু দৃশ্যে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Akshay Kumar, Sooryavanshi

  পরবর্তী খবর