অক্ষয়ের স্ত্রী যখন সত্যিকারের 'ফানিবোনস', দম্পতির খুনসুটির ছবি Viral

Last Updated:

মিসেস ফানিবোনস নাম দিয়ে ব্লগ লেখেন অক্ষয় কুমারের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী ও লেখিয়া টুইঙ্কল খান্না। সেই 'ফানিবোনস' শব্দটিকেই ফের একবার প্রমাণ করে দিলেন টুইঙ্কল। দম্পতির সাম্প্রতিক ক্যান্ডিড ছবিতে অক্ষয়ের নাক টিপে ধরে খুনসুটির ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

#মুম্বই: মিসেস ফানিবোনস নাম দিয়ে ব্লগ লেখেন অক্ষয় কুমারের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী ও লেখিয়া টুইঙ্কল খান্না। সেই 'ফানিবোনস' শব্দটিকেই ফের একবার প্রমাণ করে দিলেন টুইঙ্কল। দম্পতির সাম্প্রতিক ক্যান্ডিড ছবিতে অক্ষয়ের নাক টিপে ধরে খুনসুটির ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বেড়াতে গিয়ে শুক্রবারও সেখান থেকে নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন অভিনেত্রী। অক্ষয়ের সঙ্গে মজার ছবি পোস্ট করে মজার ক্যাপশন দিতেও ভোলেননি লেখিকা। হ্যাশট্যাগে রয়েছে, 'স্মাইলওকেপ্লিজ'।
বছরে সবচেয়ে বেশি সিনেমা করার সুনাম রয়েছে অক্ষয় কুমারের। তারই সঙ্গে অনেকেই একথা বলে থাকেন যে, রুটিনের বাইরে জীবন কাটান না অভিনেতা। সবার আগে শ্যুটিংয়ে পৌঁছনো এবং নির্দিষ্ট সময় মেনে জীবনযাপনের অভ্যেস রয়েছে তাঁর। এসবের মাঝেই করোনার দাপটে একটি বছর প্রায় চলেই গিয়েছে। যদিও লকডাউন খোলার পর বলিউডে তিনিই সবার প্রথমে বিদেশে গিয়ে নিজের ছবির শ্যুটিং শুরু করেছিলেন। প্রযোজনা সংস্থাকে আর্থিক সাহায্য করতে জীবনে প্রথমবার দুই শিফটেও শ্যুটিং করেছিলেন অক্ষয়। এবার তিনি সময় বের করে নিয়েছেন খানিক ছুটি।
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের সেলফি নিমেষে মন জয় করে নিয়েছে তাঁর ফ্যানেদের। প্রাক্তন অভিনেত্রী ও বর্তমান লেখিকা স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে রোম্যান্টিক সেলফি পোস্ট করেছেন বলিউডের খিলাড়ি। কোথায় বেড়াতে গিয়েছেন না জানালেও, হ্যাশট্যাগে 'বিচটাইম' থাকায় বোঝাই যাচ্ছে কোনও নির্জন সমুদ্রতীরে ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। দু'জনের পোশাকেও রয়েছে সমুদ্রের ধারে বেড়াতে যাওয়ার ছোঁয়া।
advertisement
অক্ষয় ছবি পোস্ট করে বিবরণে লিখেছেন, 'হ্যাপি প্লেস = হ্যািপ ফেস আমরা খুবই ভাগ্যমান যে অতিমারির মাঝে এ ভাবে বেরোতে পেরেছি!' ছবিটি নিমেষেই অক্ষয় ও টুইঙ্কলের ভক্তদের মন জয় করেছে এবং ভাইরাল হয়েছে ছবি। ২০০০ সালে বিয়ে করেছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। সম্প্রতি তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী পালন করেছেন। তাঁদের দুই সন্তান রয়েছে, ছেলে আরভ ও মেয়ে নিতারা।
advertisement
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

advertisement
গত বছর অগস্ট থেকেই একাধিক ছবির কাজে হাত দিয়েছেন অক্ষয় কুমার। স্কটল্যান্ডে গিয়ে 'বেলবটম' ছবির শ্যুটিং দিয়ে শুরু করে দেশে ফিরে করেছেন 'আটরাঙ্গিরে'-র কাজ। তবে সামনেই তাঁর বহু প্রতীক্ষিত ছবি রোহিত শেট্টির 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার কথা। রোহিতের কপ ইউনিভার্সের তৃতীয় ছবি এটি। এই ছবিতে বহুদিন পর অনস্ক্রিনে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোম্যান্স করবেন অক্ষয়। বিশেষ চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও অজয় দেবগণকেও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্ষয়ের স্ত্রী যখন সত্যিকারের 'ফানিবোনস', দম্পতির খুনসুটির ছবি Viral
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement