দীর্ঘ প্রসব বেদনার পর ফের মা হলেন করিনা কাপুর! দেখুন সেই সন্তানের ছবি

Last Updated:
#মুম্বই: তৈমুর আলি খানের বয়স কত হল? এই তো সবে ২ পূর্ণ করল ছোটে নবাব ৷ এর মধ্যেই ফের ‘গুড নিউজ’ দিলেন করিনা কাপুর খান ৷ ফের মা হতে চলেছেন তিনি ৷ এখন গর্ভাবস্থার শেষ সময় চলছে ৷ আগামী ২৭ ডিসেম্বর ফের মা হতে চলেছেন তিনি ৷ তবে তিনি একা নন ৷ সঙ্গে রয়েছেন কিয়ারা আডবাণীও ৷ তিনিও মা হতে চলেছেন একই সঙ্গে ৷
ঘটনাটি অবশ্য রিয়েল লাইফে নয় ৷ কথা হচ্ছে রিল লাইফ নিয়ে ৷ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘গুড নিউজ’ ৷ ছবির পোস্টারেই দেখা যাচ্ছে সন্তানসম্ভবা দুই নায়িকাকে ৷ একদিকে কিয়ারা অন্যদিকে করিনা ৷ আর তাঁদের মাঝে চাপা পড়ে আতঙ্কিত মুখে রয়েছেন অক্ষয় কুমার ৷ আবার বেশ খুশি খুশি মুখে দেখা যাচ্ছে দিলজিৎ দুসাঞ্জকে ৷
advertisement
advertisement
advertisement
সম্প্রতি মুক্তি পেল ‘গুড নিউজ’-এর ট্রেলার ৷ সেই ট্রেলারেই দেখা গেল দীর্ঘ প্রসব বেদনার পর মা হলেন করিনা কাপুর ৷ জন্ম দিলেন দিলজিতের মুখের আদলের বাচ্চার ৷ যা দেখে হতবাক করিনা আর অক্ষয় ৷
View this post on Instagram
Meet Deepti Batra, the most fierce bearer of #GoodNewwz! #MeetTheBatras In cinemas 27th December! A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on
advertisement
আসলে ‘গুড নিউজ’-এর গল্প দুই দম্পতিকে নিয়ে ৷ দু’জনেই মিস্টার আর মিসেস বাতরা ৷ একদিকে অক্ষয়-করিনা, অন্যদিকে কিয়ারা-দিলজিৎ ৷ দু’জনেই IVF-এর মাধ্যমে সন্তান পেতে গিয়েছেন ফার্টিলাইজেশন ক্লিনিকে ৷ সেখানেই হয় গন্ডোগোল ৷ দু’জনের নাম একই হওয়ায় অক্ষয়ের স্পার্ম চলে যায় কিয়ারার গর্ভে আর দিলজিতের স্পার্ম করিনার কাছে ৷ ব্যাস শুরু হয় ঘোটালা ৷ শেষ পর্যন্ত কী হবে, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ২৭ তারিখ অবধি ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীর্ঘ প্রসব বেদনার পর ফের মা হলেন করিনা কাপুর! দেখুন সেই সন্তানের ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement