#মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন । বলিউডের সব থেকে সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। অভিষেক বচ্চনকে বিয়ে করে তিনি এখন বচ্চন পরিবারের পূত্রবধু। আরাধ্যার মা। ঐশ্বর্যর জীবনটাও সরল রেখার মতো সোজা নয়। তাঁর জীবনেও রয়েছে অনেক বাঁকা গলি। সলমন খান, বিবেক ওবেরয়ের মতো অনেক মানুষের নাম জড়িয়েছে এই অভিনেত্রীর সঙ্গে। তবে সে সব আজ অতীত।
১৯৯৪ সালে মিস ওর্য়াল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য। ওই বছরই মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। খেতাব জয়ের পর ঐশ্বর্য নিজের কেরিয়ার তৈরি করেছেন সিনেমা জগতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। মেরুন শাড়ি, গোল্ডেন ব্লাউস পরে রয়েছেন তিনি। মাথায় মিস ওয়ার্ল্ডের ক্রাউন। মায়ের সঙ্গে মাটিতে বসে এই সাজেই খাবার খেতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
#AishwaryaRaiBachchan and her mother #BrindyaRai enjoying a meal after the actress bagged the Miss World title in 1994. #Throwback pic.twitter.com/tn9hgXfEhT
— DJ Hasibur (@JamesHasibur) May 18, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।