হোম /খবর /বিনোদন /
খেতাব জয়ের পর, মাটিতে বসে খাবার খেতে ব্যস্ত মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য ! ভাইরাল ছবি

খেতাব জয়ের পর, মাটিতে বসে খাবার খেতে ব্যস্ত মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য ! ভাইরাল ছবি

photo source twitter

photo source twitter

১৯৯৪ সালে মিস ওর্য়াল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন । বলিউডের সব থেকে সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। অভিষেক বচ্চনকে বিয়ে করে তিনি এখন বচ্চন পরিবারের পূত্রবধু। আরাধ্যার মা। ঐশ্বর্যর জীবনটাও সরল রেখার মতো সোজা নয়। তাঁর জীবনেও রয়েছে অনেক বাঁকা গলি। সলমন খান, বিবেক ওবেরয়ের মতো অনেক মানুষের নাম জড়িয়েছে এই অভিনেত্রীর সঙ্গে। তবে সে সব আজ অতীত।

১৯৯৪ সালে মিস ওর্য়াল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য। ওই বছরই মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। খেতাব জয়ের পর ঐশ্বর্য নিজের কেরিয়ার তৈরি করেছেন সিনেমা জগতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। মেরুন শাড়ি, গোল্ডেন ব্লাউস পরে রয়েছেন তিনি। মাথায় মিস ওয়ার্ল্ডের ক্রাউন। মায়ের সঙ্গে মাটিতে বসে এই সাজেই খাবার খেতে ব্যস্ত অভিনেত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Aishwarya Rai Bachchan, Bollywood, Miss World