ইনি কে? রণবীর কাপুর না কুখ্যাত কোনও ডাকাত? দেখুন 'শামশের'-এর 'ফার্স্ট লুক'
Last Updated:
'শামশের'-এর 'ফার্স্ট লুক'-এ ইনি কে? রণবীর কাপুর না কুখ্যাত কোনও ডাকাত!
#মুম্বই: একহাতে কুঠার, একহাতে তির, মুখে চোটের নিশানা, ভয়ঙ্কর তীব্র দুই চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরচ্ছে... ইনি কে?
যশ রাজ ব্যানারে 'শামশের'-এর 'ফার্স্ট লুক' দেখে সত্যিই চমকে যেতে হয়! এ কোন রণবীর কাপুর?
রাজকুমার হিরানির সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু'তে রণবীরকে দেখে দর্শকের তাক লেগে গিয়েছিল! কিন্তু এবার আরও একধাপ এগিয়ে গেলেন নায়ক ওরফে 'শামশের'! একজন কুখ্যাত ডাকাত। তাঁর জীবনের ফিলোজফি-'করম সে ডাকাত...ধরম সে আজাদ'! মারকাটিারি অ্যাকশন প্যাকড অবতারে দেখা মিলবে কাপুরের।
advertisement
advertisement
বলিটাউনে এই প্রজন্মর অভিনেতাদের মধ্যে আমির খানের পর, রণবীরই একমাত্র স্টার, যিনি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে নিজেকে এতদূর ভাঙা-চোরা করতে পারেন!
'রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার'-এর ৯-বছর পর আবার যশ রাজের সঙ্গে কাজ করছেন 'বরফি'স্টার। রণবীরের ভাষায়, '' পরিচালক করণ মালহোত্রা আমাকে আমার কমফোর্ট জোন থেকে সম্পূর্ণ বাইরে নিয়ে এসেছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইট!''
advertisement
'অগ্নীপথ', 'ব্রাদার্স' খ্যত করন মালহোত্রা জানালেন, ''আমি ঠিক এরকমই একটা ছবি খুঁজছিলাম। ছোটবেলা থেকে হিন্দি কমার্শিয়াল ছবি দেখে বড় হয়েছি। আমার মনের মধ্যে একজন হিরোর একটা সেট ইমেজ তৈরি ছিল। 'শামশের'-এ সেই ছবিটা ফুটিয়ে তুলতে পারছি।''
advertisement
এ'বছরের শেষে শুটিং সুরু হবে ছবির।
ফার্স্ট লুক দেখতে ক্লিক করুন-
करम से डकैत,
— Yash Raj Films (@yrf) May 7, 2018
धरम से आज़ाद
Presenting #RanbirKapoor in a never seen before avatar in YRF's next action adventure #SHAMSHERA. Directed by @karanmalhotra21 | @ShamsheraMovie pic.twitter.com/5Dqg7GDOhQ
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2018 2:14 PM IST