গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেই সমুদ্র সৈকতে চাকা ব্যায়াম করছেন বলি-নায়িকা

Last Updated:

শাড়ি পরে তাঁর একের পর এক চাকা যোগাসন দেখে তো দর্শকদের তাক লেগে যাওয়ার জোগাড় ।

#মুম্বই: যেমন নাম, তাঁর তেমনি কর্ম ! হ্যাঁ, নায়িকা আদা শর্মার আদা দেখে নেটিজেনরা একেবারে উন্মাদ ! ফলোয়ারের সংখ্যা রোজ রোজ বেড়েই চলেছে ৷ এরকমই জাদু আদার আদব-কায়দায় !
অদা শর্মা বলিউডে পা রেখেছেন কয়েক বছর হল এসেছেন ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল কম্যান্ডো ২ ছবিতে ৷ তবে আদা বলিউডে আসার আগে চুটিয়ে অভিনয় করতেন দক্ষিণী ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আদা ৷ আর তাই তো ইনস্টাগ্রামে হট ছবিতে বরাবরই নজর কাড়েন আদা ৷
লকডাউনের মধ্যে তাঁর একাধিক ভিডিও তাক লাগিয়ে দিয়েছিল নেটিজেনদের । লকডাউনে সাধারণ থেকে সেলেব, সবাই নিজের কাজ নিজেই করেছেন ৷ রান্না করেছেন, ঘর মুছেছেন, কাপড় ধুয়েছেন, বাসনও মেজেছেন ৷ এরই মধ্যে সময় বার করে শরীরচর্চাও করেছেন । আর সব কাজের মধ্যেই একটু নতুনত্ব আনতে নতুন নতুন কায়দাও করছেন সেলেবরা । যেমন নায়িকা আদা শর্মা ৷ কাজে একটু এনার্জি আনতে একেবারে মার্শাল আর্টকেই নিয়ে দৈনিক কাজের সঙ্গে যুক্ত করেছিলেন তিনি ! হাঁটু পর্যন্ত কাপড় তুলে বালতিতে কাপড় কেচে আদা সেটা দড়িতে মেলে দেওয়ার সময়, কায়দা নিলেন মার্শাল আর্টের ! আদার এই কায়দা দেখে তো ফিদা হয়ে যান নেটিজেনরা ৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Adah Sharma (@adah_ki_adah)

advertisement
তবে এবারটি যা করলেন, তাতে রীতিমতো আগুন জ্বলল সোশ্যাল মিডিয়ায় ৷ শাড়ি পরে তাঁর একের পর এক চাকা যোগাসন দেখে তো দর্শকদের তাক লেগে যাওয়ার জোগাড় । সমুদ্রের তীরে আদা একটি শিফনের শাড়িকে পরেছেন ধুতির কায়দায় । সঙ্গে স্লিভলেস ব্লাউজ । খুবই সাবলীলভাবে কাজটি করছেন তিনি । ব্যায়ামটি যে দারুণ রপ্ত করেছেন আদা, তা তাঁর ভিডিওটি দেখেই বোঝা যায় ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ পরেই সমুদ্র সৈকতে চাকা ব্যায়াম করছেন বলি-নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement