Gautam Halder Death: কাছের মানুষকে হারালেন বিদ্যা বালন! প্রিয় 'গুরু'-কে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছেন অভিনেত্রী
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Gautam Halder Death: আচমকাই শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার৷ নিজের প্রিয় কাছের মানুষকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়েছেন বিদ্যা বালন৷
উৎসবের মরশুমে ফের দুঃসংবাদ৷ আচমকাই শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার৷ সময়টা খুবই খারাপ যাচ্ছে৷ একের পর এক মৃত্যুসংবাদ নাড়িয়ে দিচ্ছে বিনোদন জগতে৷ আজ সকাল থেকে সকলের মন ভারাক্রান্ত৷ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
বিশিষ্ট পরিচালক গৌতম হালদারের হাত ধরেই কেরিয়ার শুরু হয়েছিল বলি অভিনেত্রী বিদ্যা বালনের৷ অভিনেত্রী হিসেবে বিদ্যাকে প্রথম সুযোগ দিয়েছিলেন পরিচালক গৌতম হালদার৷ ‘ভাল থেকো’ ছবি-দিয়ে কেরিয়ার শুরু করেন বিদ্যা বালন৷ নিজের প্রিয় কাছের মানুষকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়েছেন বিদ্যা বালন৷
advertisement
advertisement
নিজের প্রিয় গুরু-কে শেষ শ্রদ্ধা জানাতে তড়িঘড়ি কলকাতায় আসছেন বিদ্যা বালন৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার নিজের প্রথম ছবির পরিচালকের মৃত্যুসংবাদ শোনা মাত্রই সমস্ত কাজ বাতিল করে কলকাতা আসার পরিকল্পনা করেছেন৷ পরিচালক গৌতম হালদারের শেষকৃত্যে উপস্থিত থাকতেই ছুটে আসছেন অভিনেত্রী৷ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন তিনি৷ তবে কলকাতা পৌঁছানোর পর আর কী কী করবেন, তা জানাতে চাননি ৷ ২০০৩ সালে এই পরিচালকের ছবিতেই প্রথম নজর কাড়েন বিদ্যা বালন৷ ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা৷ ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতেছিল।
advertisement
উল্লেখ্য, দিনকয়েক আগেও কলকাতায় এসেছিলেন বিদ্যা বালন৷ তার আগেও পুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী৷ বিদ্যা জানিয়েছিলেন, এই শহর আমার খুব কাছের। কলকাতা আমার সেকেন্ড হোম। আমার প্রথম ছবি থেকে শুরু করে বেশ কিছু ছবির শ্যুটিং এই কলকাতায় হয়েছে।তাই যখনই আসি এখানকার অলিগলি আমার বড্ড চেনা লাগে। শহর কলকাতা, এখানকার খাবার সবকিছু তো ভালোই। তবে সবচাইতে ভাল এখানকার মানুষ। আমি বারবার এই শহরে ফিরতে চাই। তবে এইবার একরাশ মন খারাপ সঙ্গে নিয়েই তিলোত্তমায় পা রাখছেন বিদ্যা বালন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 7:42 PM IST