Swara Bhaskar Birthday Celebration: লাস্য়ময়ী অবতারে স্বরা, ফাহাদের সঙ্গে কেমন কাটল বিয়ের পর প্রথম জন্মদিন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Swara Bhaskar Birthday Celebration: ৩৫ বছরে পা দিয়েছেন স্বরা ভাস্কর। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন। নিজের সোশ্য়াল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর।
নয়াদিল্লি: জীবনের নতুন অধ্য়ায় শুরু করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। প্রেমের মাসেই কোনওরকম ঘোষণা ছাড়াই গাঁটছড়া বেঁধে সকলকে চমকে দিয়েছিলেন স্বরা। গত ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর। তারপর থেকেই স্বরাকে নিয়ে চর্চা জোরদার চলছে। আসলে দিনকয়েক আগেই যাকে 'ভাই' বলে ডাকতেন তার গলাতেই মালা দিয়ে সকলকে চমকে দিয়েছেন স্বরা।
গত ৯ মার্চ ৩৫ বছরে পা দিয়েছেন স্বরা ভাস্কর। বিয়ের পর এটাই প্রথম জন্মদিন। নিজের সোশ্য়াল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির নেতা ফাহাদের সঙ্গে কীভাবে প্রথম জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী তা জানতেই মুখিয়ে ছিলেন ভক্তরা। তবে ভক্তদের উত্তেজনা জিইয়ে না রেখে সোশ্য়াল মিডিয়াতে সবটা খোলসা করেছেন স্বরা। জন্মদিনের দিন লাল ও সাদা রঙের পোশাকে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন স্বরা। পরিবারের সকল এবং স্বামী ফাহাদের সঙ্গে চলতি বছরের জন্মদিনটা সেলিব্রেট করেছেন স্বরা ভাস্কর। ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
advertisement
advertisement
advertisement
জন্মদিনের শেয়ার করা ছবিতে দেখা গেছে, কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করছেন স্বরা। অভিনেত্রীর বাবা উদয় ভাস্কর, মা ইরা ভাস্কর, ভাই ঈশান ভাস্করের সঙ্গে দেখা গিয়েছে স্বরাকে। ছবিতে দুটো বার্থ ডে কেক দেখা গিয়েছে। একটিতে রয়েছে স্বরার ছবি, এবং অন্য়টি বাড়িতে বানানো। নিজের জন্মদিনের ছবি ও ভিডিও পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বরা ভাস্কর লেখেন- প্রত্য়েককে আলাদা করে উত্তর না দিতে পারার জন্য় দুঃখিত। তবে পরিবার ও বন্ধুদের ভালবাসায় ভীষণভাবে আপ্লুত। এছাড়া জন্মদিনের লাল ও সাদা পোশাকের জন্য় ডিজাইনার মহম্মদ মাজারকে ধন্য়বাদ জানিয়েছেন স্বরা ভাস্কর। স্বরার এই পোস্টে সহ অভিনেতারাও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। আপাতত বিয়ের পর ফাহাদের সঙ্গে চুটিয়ে নতুন জীবন উপভোগ করছেন স্বরা ভাস্কর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 6:39 PM IST