Bollywood actress : এই খুদে আজকের জনপ্রিয় অভিনেত্রী! অগুন্তি ভক্ত তাঁর, চিনতে পারছেন?

Last Updated:

Bollywood actress : জানেন কি এই একরত্তি মেয়ে আজকের নেটিজেনের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করলেই ভাইরাল হয় মুহূর্তে।

এই খুদে আজকের জনপ্রিয় অভিনেত্রী! অগুন্তি ভক্ত তাঁর, চিনতে পারছেন?
এই খুদে আজকের জনপ্রিয় অভিনেত্রী! অগুন্তি ভক্ত তাঁর, চিনতে পারছেন?
#মুম্বই: চিনতে পারছেন এই খুদেকে? গোলগাল মুখ। পরনে ফ্রক। মাথায় হেয়ার ব্যান্ড। পোশাক দেখেই বোঝা যাচ্ছে ৯ এর দশকের কোনও শিশু। কিন্তু জানেন কি এই একরত্তি মেয়ে আজকের নেটিজেনের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করলেই ভাইরাল হয় মুহূর্তে। তবে সৌন্দর্য নয়। তাঁর কথা বার্তা, রসিকতাও পছন্দ নেটিজেনদের।
তাও চিনতে পারছেন না? বর্তমানে এই ছোট্ট মেয়ে পেশায় অভিনেত্রী ও গায়িকা। পাশাপাশি তাঁর রসবোধও দর্শকদের পছন্দ। পঞ্জাবের এই অভিনেত্রী আজ হিন্দি টেলিভিশনের অন্যতম আকর্ষণ। কিছু দিন আগেই বলিউডের নামজাদা ফোটোগ্রাফার ডাব্বু রাত্নানি তাঁকে নিয়ে ফোটোশ্যুট করেছেন। বিগবসের ঘর থেকে প্রথম জনপ্রিয়তা পান এই মেয়ে।
advertisement
advertisement
বিগবসের ঘরে প্রথমে পঞ্জাব কি ক্যাটরিনা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কারণ ক্যাটরিনার সঙ্গে নাকি তাঁর মুখের মিল রয়েছে। তবে আজ তিনি নিজের পরিচয়ে পরিচিত। তিনি শেহনাজ গিল। শেহনাজ নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে শেহনাজ লিখেছেন, "যখন সব কিছু খুব সুন্দর ছিল। জীবন খুব সাধারণ ছিল।"
advertisement
শেহনাজের অনুরাগীর সংখ্যা কম নয়। অভিনেত্রী তথা গায়িকার সৌন্দর্য ও মিষ্টি স্বভাব পছন্দ দর্শকদের। আর এই ছবি দেখে শেহনাজের (Shehnaaz Gill) প্রতি আরও একবার মুগ্ধ হলেন অনুরাগীরা। প্রসঙ্গত, শেহনাজ গিল প্রথম পরিচিতি পান বিগবস ১৩ থেকে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রসায়ন পছন্দ হয় দর্শকদের। তার পর থেকে সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু গত বছর সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। প্রচারের আলো থেকে দূরে সরে গিয়েছিলেন শেহনাজ। ফের ছন্দে ফিরছেন অভিনেত্রী (Shehnaaz Gill)।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood actress : এই খুদে আজকের জনপ্রিয় অভিনেত্রী! অগুন্তি ভক্ত তাঁর, চিনতে পারছেন?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement