Bollywood actress : এই খুদে আজকের জনপ্রিয় অভিনেত্রী! অগুন্তি ভক্ত তাঁর, চিনতে পারছেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bollywood actress : জানেন কি এই একরত্তি মেয়ে আজকের নেটিজেনের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করলেই ভাইরাল হয় মুহূর্তে।
#মুম্বই: চিনতে পারছেন এই খুদেকে? গোলগাল মুখ। পরনে ফ্রক। মাথায় হেয়ার ব্যান্ড। পোশাক দেখেই বোঝা যাচ্ছে ৯ এর দশকের কোনও শিশু। কিন্তু জানেন কি এই একরত্তি মেয়ে আজকের নেটিজেনের হার্টথ্রব। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করলেই ভাইরাল হয় মুহূর্তে। তবে সৌন্দর্য নয়। তাঁর কথা বার্তা, রসিকতাও পছন্দ নেটিজেনদের।
তাও চিনতে পারছেন না? বর্তমানে এই ছোট্ট মেয়ে পেশায় অভিনেত্রী ও গায়িকা। পাশাপাশি তাঁর রসবোধও দর্শকদের পছন্দ। পঞ্জাবের এই অভিনেত্রী আজ হিন্দি টেলিভিশনের অন্যতম আকর্ষণ। কিছু দিন আগেই বলিউডের নামজাদা ফোটোগ্রাফার ডাব্বু রাত্নানি তাঁকে নিয়ে ফোটোশ্যুট করেছেন। বিগবসের ঘর থেকে প্রথম জনপ্রিয়তা পান এই মেয়ে।
advertisement
advertisement
বিগবসের ঘরে প্রথমে পঞ্জাব কি ক্যাটরিনা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কারণ ক্যাটরিনার সঙ্গে নাকি তাঁর মুখের মিল রয়েছে। তবে আজ তিনি নিজের পরিচয়ে পরিচিত। তিনি শেহনাজ গিল। শেহনাজ নিজেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে শেহনাজ লিখেছেন, "যখন সব কিছু খুব সুন্দর ছিল। জীবন খুব সাধারণ ছিল।"
advertisement
When everything was so wonderful .and life was so simple !! pic.twitter.com/9TJ9b54ANm
— Shehnaaz Gill (@ishehnaaz_gill) March 3, 2022
শেহনাজের অনুরাগীর সংখ্যা কম নয়। অভিনেত্রী তথা গায়িকার সৌন্দর্য ও মিষ্টি স্বভাব পছন্দ দর্শকদের। আর এই ছবি দেখে শেহনাজের (Shehnaaz Gill) প্রতি আরও একবার মুগ্ধ হলেন অনুরাগীরা। প্রসঙ্গত, শেহনাজ গিল প্রথম পরিচিতি পান বিগবস ১৩ থেকে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রসায়ন পছন্দ হয় দর্শকদের। তার পর থেকে সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু গত বছর সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। প্রচারের আলো থেকে দূরে সরে গিয়েছিলেন শেহনাজ। ফের ছন্দে ফিরছেন অভিনেত্রী (Shehnaaz Gill)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 10:31 PM IST