মোদির পর এবার কি তাহলে রাহুলের বায়োপিক? কটাক্ষ বিবেকের...

Last Updated:
#মুম্বই:  সদ্যই ছাড়পত্র পেল মোদির বায়োপিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক ১১ এপ্রিল মুক্তি পাবে। এবার কি তাহলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হবে? নরেন্দ্র সিং দামোদর দাস মোদির বায়োপিককে ঘিরে কম জলঘোলা হয়নি। ঠিক লোকসভা নির্বাচনের আগে মোদির ওপর নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে, তাই এর বিরোধিতা করেছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ।সিদ্ধান্তের জন্য উচ্চ আদালতে পর্যন্ত যেতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাবে ১১ এপ্রিল। 'পিএম নরেন্দ্র মোদি' ছবিতে মোদির চরিত্রে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে।
বিবেককে প্রশ্ন করা হয়েছিল এই চরিত্র করে তাঁর কেমন লেগেছে? তাতে বিবেক জানান,এই চরিত্রটা তাঁর জীবনের সবচেয়ে ভাল চরিত্র। এরকম একটা কাজ করতে পেরে তিনি গর্বিত। তিনি আরো বলেন, 'এই ছবিটি ভীষণই প্রেরণাদায়ক। দর্শক যখন এই ছবিটি দেখবেন, তখন দেশের জন্য কিছু করার ইচ্ছা তৈরি হবে তাদের মধ্যে।' তারপরই প্রশ্ন করা হয়, যদি রাহুল গান্ধীর ওপর বায়োপিকে হয়, তিনি কী কাজ করবেন? বিবেক বলেন, 'যদি রাহুল গান্ধী নিজের জীবনে এমন কোনো কাজ করেন তাহলে নিশ্চয় করব। এখনও পর্যন্ত তিনি এমন কিছু করেছেন বলে আমার মনে হয় না যা প্রেরণাদায়ক। তবে আমি আশা করি, তিনি আগামী সময়ে দেশের জন্য অনেক কিছু করবেন—তাহলে আমি নিশ্চয় তাঁর চরিত্রে অভিনয় করব।' এই মন্তব্য করে বিবেক আবার সমালোচনার মুখে পড়েন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোদির পর এবার কি তাহলে রাহুলের বায়োপিক? কটাক্ষ বিবেকের...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement