Air India Plane Crash: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক'! আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বরুণের অবস্থা..., আবেগঘন পোস্টে যা বললেন অভিনেতা

Last Updated:

Air India Plane Crash: আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা দেশ। হৃদয়বিদারক এই খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করতে থাকেন অভিনেতা-অভিনেত্রীরাও। এই পরিস্থিতিতে আবেগঘন পোস্ট করে যা বললেন বরুণ ধাওয়ান।

মুষরে পড়লেন বরুণ ধাওয়ান!
মুষরে পড়লেন বরুণ ধাওয়ান!
মুম্বই: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই আছড়ে পড়েছে #AI171 উড়ানটি। যার জেরে বিমানে থাকা ২৪২ জন আরোহীর প্রাণ গিয়েছে। এই ঘটনায় কার্যত শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা দেশ। হৃদয়বিদারক এই খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করতে থাকেন অভিনেতা-অভিনেত্রীরাও। ইনস্টাগ্রামে সকলেই আবেগঘন পোস্ট ভাগ করে নিয়েছেন। এই তারকাদের মধ্যে রয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ানও।
নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে বরুণ লিখেছেন যে, আমি এখন কেমন বোধ করছি, সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল। আর এই খবরটা দেখার পর সকলে কী অনুভব করছেন, সেটাও আন্দাজ করতে পারছি। আমি আশা করি যে, আমরা সকলে এটা ভুলে এগিয়ে যাব না। আসলে জীবন এত দ্রুত গতিতে ছুটছে যে, তার থেকে আমি শুধু একটা মুহূর্ত বার করে নিয়ে আমার ভালবাসার মানুষগুলির নিরাপত্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আহমেদাবাদ শহরের প্রত্যেকের জন্য রইল শুধুই প্রার্থনা আর প্রার্থনা।
advertisement
তবে আগেও অবশ্য অভিনেতা একটি আবেগঘন বার্তা ভাগ করে নিয়েছিলেন। দুর্ভাগ্যজনক এই ঘটনায় বলি হওয়া সমস্ত পরিবারের জন্য রইল প্রার্থনা। হৃদয়বিদারক ঘটনা।
advertisement
বরুণের পাশাপাশি অন্যান্য বি-টাউনের তারকারাও এই বিমান দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া এবং শোকবার্তা জানিয়েছেন। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পোস্ট করে লিখেছেন যে, আজ আহমেদাবাদের বাইরে এয়ার ইন্ডিয়া উড়ানের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোকস্তব্ধ। এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাতুর প্রতিটি ব্যক্তির জন্য আমার হৃদয় যেন ভেঙে খানখান হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য এই কঠিন সময়ে সকলকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।
advertisement
শাহিদ কাপুর লিখেছেন, হৃদয়বিদারক খবর। এমনকী এই যন্ত্রণা কল্পনা করার ক্ষমতাও নেই। ভাষা হারিয়ে ফেলছি। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি রইল আমার হৃদয়ের গভীর সমবেদনা।
advertisement
বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার উড়ান AI-171 বিজে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের কাছে ভেঙে পড়ে। ওই উড়ানে ছিলেন ১০ জন বিমানকর্মী-সহ ২৪২ জন আরোহী। এই আরোহীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পোর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী। এই খবরে শিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Air India Plane Crash: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক'! আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর বরুণের অবস্থা..., আবেগঘন পোস্টে যা বললেন অভিনেতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement