Pankaj Tripathi Mother Demise: ঘুমের মধ্যেই সব শেষ...! মাতৃহারা পঙ্কজ ত্রিপাঠী, চিরদিনের মতো মা-কে হারালেন অভিনেতা

Last Updated:

Pankaj Tripathi Mother Death: বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া৷ মা-কে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ মা হেমবন্তী দেবী শুক্রবার বিহারের গোপালগঞ্জের বেলসান্দে তাদের পৈতৃক বাড়িতে মারা যান।

News18
News18
বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া৷ মা-কে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ মা হেমবন্তী দেবী শুক্রবার বিহারের গোপালগঞ্জের বেলসান্দে তাদের পৈতৃক বাড়িতে মারা যান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৯ বছর ৷
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পঙ্কজকে পাশে রেখে ঘুমের মধ্যেই তিনি মারা যান। অভিনেতার পরিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
পঙ্কজের পরিবার সংবাদমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে লেখা ছিল: ‘আমরা আপনাকে গভীরভাবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শ্রী পঙ্কজ ত্রিপাঠীর মা, শ্রীমতী হেমবন্তী দেবী,যিনি শুক্রবার বিহারের গোপালগঞ্জের বেলসন্দে তাঁর বাসস্থানে শান্তিপূর্ণভাবে চলে গেছেন। তিনি ৮৯ বছর বয়সী ছিলেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা যান। পঙ্কজ ত্রিপাঠী তাঁর শেষ মুহূর্তগুলিতে তাঁর পাশে ছিলেন।’
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
শনিবার বেলস্যান্ডে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা শ্মশানে উপস্থিত ছিলেন। পরিবারটি এই সময় গোপনীয়তার অনুরোধ জানিয়ে লিখেছে, ‘ত্রিপাঠী পরিবার এই অপূরণীয় ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং সকলকে বিনীতভাবে অনুরোধ করছে যেন তারা শ্রীমতি হেমবন্তী দেবীকে তাদের চিন্তাভাবনা এবং প্রার্থনায় রাখেন। পরিবারটি মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছেও অনুরোধ করছে যে তারা এই শোকের সময় তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের শান্তিতে শোক করার জন্য সময় দেন।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Tripathi Mother Demise: ঘুমের মধ্যেই সব শেষ...! মাতৃহারা পঙ্কজ ত্রিপাঠী, চিরদিনের মতো মা-কে হারালেন অভিনেতা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement