প্রয়াত অভিনেতা ইরফান খান
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷
#মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ জটিল টিউমারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’।
লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান ৷ তবে মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
শেষবার তাঁকে দেখা গিয়েছিল হোমি আদজানিয়ার ‘অংরেজি মিডিয়াম’ ছবিতে ৷ ছবিটি মুক্তি পায় মার্চ মাসের ১৩ তারিখ ৷
advertisement
২০১৮ সালের মার্চ মাস নাগাদ ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার পর সোশ্যাল নেটওয়ার্কে ইরফান নিজেই লিখেছিলেন, ‘জীবন কখনও আপনাকে একেবারে চমকে দেবে তার আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ তবে জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ? তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমার বন্ধুরা ৷ আর আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকেই প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷ আসলে, আমার জীবনে কী ঘটতে চলেছে!’
advertisement
ইরফানের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বলিউডে ৷ বলিউডের তারকারা সোশ্যাল নেটওয়ার্কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ইরফানকে৷
My dear friend Irfaan. You fought and fought and fought. I will always be proud of you.. we shall meet again.. condolences to Sutapa and Babil.. you too fought, Sutapa you gave everything possible in this fight. Peace and Om shanti. Irfaan Khan salute.
— Shoojit Sircar (@ShoojitSircar) April 29, 2020
advertisement
T 3516 - .. just getting news of the passing of Irfaan Khan .. this is a most disturbing and sad news .. 🙏 An incredible talent .. a gracious colleague .. a prolific contributor to the World of Cinema .. left us too soon .. creating a huge vacuum .. Prayers and duas 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) April 29, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2020 12:17 PM IST

