‘ছয় বছর বয়সে অভিভাবকের হাতে ধর্ষিত হয়েছিলাম’
Last Updated:
মাত্র ছয় বছর বয়সে এক অভিভাবকের লালসার শিকার হতে হয়েছিল তাঁকে, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডেইজি ইরানি ৷
#মুম্বই: মাত্র ছয় বছর বয়সে এক অভিভাবকের লালসার শিকার হতে হয়েছিল তাঁকে, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডেইজি ইরানি ৷
৫০-এর দশকের জনপ্রিয় শিশু অভিনেত্রী ছিলেন ৷ এরপরেও বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকায় মুন্সিয়ানার ছাপ রেখেছেন ডেইজি ৷ এ বার নিজের জীবনের এক গোপন অধ্যায়কে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ৷
সম্প্রতি মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি জানিয়েছেন, ‘হম পাঞ্ছি কে ডাল কা’ ছবিতে সেই সময় শিশু শিল্পী হিসাবে অভিনয় করছিলেন ডেইজি ৷ একদিন চেন্নাইয়ের এক হোটেল রুমে এক অভিভাবক তাঁকে ধর্ষণ করেন ৷ বেল্ট দিয়ে নির্মমভাবে তাঁকে আঘাতও করা হয়েছিল ৷ ওই ব্যক্তির নামও প্রকাশ্যে এনেছেন ডেইজি ৷ নজর নামে ওই ব্যাক্তি এখন মৃত ৷ তিনি গায়িকা জোহরাবাঈয়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন ৷ ইন্ডাস্ট্রিতে তাঁর অনেক পরিচিতও ছিল ৷ সেই কারণেই তাঁর মা ওই ব্যক্তির অভিভাবকত্বে রেখে গিয়েছিলেন ডেইজিকে ৷
advertisement
advertisement
সাক্ষাৎকারে ডেইজি জানান, সেই সময় তাঁর মা তাঁকে ও তাঁর বোনকে তারকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন ৷ এখনও সেই সমস্ত দিনের কথা পরিষ্কার মনে আছে তাঁর ৷ বিশেষ করে বেল্ট দিয়ে মারার যন্ত্রণা এখনও যেন অনুভব করতে পারেন তিনি ৷ কিন্তু এই সমস্ত কথা কাউকে বললে তাঁকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়েছিলেন ওই অভিভাবক ৷ ফলে পরের দিন সকালে খুব স্বাভাবিকভাবেই স্টুডিওতে যেতে হয় তাঁকে, যেন কিছুই হয়নি ৷
advertisement
যদিও এটাই শেষ নয় ৷ পনেরো বছর বয়সের একটি ঘটনাও শেয়ার করেছেন ডেইজি ৷ তিনি জানিয়েছেন, একদিন তাঁর মা তাঁকে শাড়ি ও তাঁর নীচে প্যাড পরিয়ে মল্লিকচাঁদ কোছার নামে একজন প্রযোজকের বাড়ি নিয়ে যান ৷ ওই প্রযোজক সেই সময় ‘মেরে হুজুর’ নামে একটি ছবি বানানোর কথা ভাবছিলেন ৷ মা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যাক্তি সোফায় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ৷ শরীরে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন তিনি ৷ এই সময় ডেইজি শাড়ির ভিতর থেকে প্যাড খুলে তাঁর হাতে ধরিয়ে দেন ৷ এই ঘটনায় খুবই রেগে গিয়েছিলেন ওই প্রযোজক ৷ কিন্তু ডেইজি বলেন, এ ছাড়া আমার আর কিছু করার ছিল না ৷ প্রতিটি ঘটনার মধ্যেই মজার দিকটা দেখার চেষ্টা করেছি ৷ কিন্তু পরে এই সমস্ত কথা মাকে জানানোর পরেও তিনি বিশ্বাস করেননি বলে জানান অভিনেত্রী ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 4:21 PM IST