Bollywood Gossip: 'সেঞ্চুরি' করলেই 'উড়ন্ত' চুমু, বিরাটের ফ্লাইং কিস নিয়ে অনুষ্কাকে এ কী বললেন বিগ বি? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Bollywood Gossip: ইতালিতে স্বপ্নের মতো ছিল তাঁদের বিয়ের আসর। যা মুগ্ধ করেছিল ভক্তদের। শুধু তা-ই নয়, দুই সন্তানকে ঘিরে এখন তাঁদের জীবন পরিপূর্ণই। সেই সাংসারিক জীবনের টুকরো-মুহূর্ত মাঝেমধ্যেই তুলে ধরেন তাঁরা।

News18
News18
মুম্বই: ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মতো জনপ্রিয়তা ভারতের খুব কম তারকা জুটিই পেয়েছেন। আসলে বিরাট-অনুষ্কা বা বিরুষ্কা-কে পাওয়ার কাপল হিসেবেই গণ্য করা হয়। ইতালিতে স্বপ্নের মতো ছিল তাঁদের বিয়ের আসর। যা মুগ্ধ করেছিল ভক্তদের। শুধু তা-ই নয়, দুই সন্তানকে ঘিরে এখন তাঁদের জীবন পরিপূর্ণই। সেই সাংসারিক জীবনের টুকরো-মুহূর্ত মাঝেমধ্যেই তুলে ধরেন তাঁরা। তবে অনেকেই হয়তো জানেন না যে, একবার নিজের মনের মানুষ অনুষ্কার জন্য বিরাট কোহলির আদুরে ভালবাসার প্রকাশ জাতীয় টেলিভিশনে রীতিমতো মজার খোরাক হয়ে গিয়েছিল। আর এর পিছনে ছিলেন খোদ বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনই!
কেবিসি-তে বরুণ ধওয়ানের সঙ্গে অনুষ্কা শর্মা:
একবার নিজেদের ছবি ‘সুই ধাগা’-র প্রচার করার জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে বরুণ ধওয়ানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা শর্মা। সেই শোয়ের শ্যুটিংয়ের সময় তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন এক প্রতিযোগীও। সেই সময় নিজের চিরাচরিত রসবোধের মাধ্যমে পরিবেশটাকে বেশ ফুরফুরে করার সিদ্ধান্ত নেন অমিতাভ বচ্চন।
advertisement
advertisement
অনুষ্কার সঙ্গে অমিতাভের খুনসুটি:
প্রথমেই বিগ বি ওই প্রতিযোগী প্রশ্ন করেন যে, আপনি কি টিভি-তে ক্রিকেট দেখেন। জবাবে প্রতিযোগী বলেন যে, না তিনি দেখেন না। সঙ্গে সঙ্গে অনুষ্কার দিকে আঙুল দেখিয়ে দেন বলিউড সুপারস্টার। কৌতূহলী হয়ে পড়েন দর্শকরাও। ব্যাখ্যা দিয়ে অনুষ্কা বলেন যে, শুধুমাত্র নিজের স্বামীর জন্যই ক্রিকেট দেখেন তিনি। আর তখন অনুষ্কার সঙ্গে খুনসুটি করার লোভ সামলাতে পারেননি বিগ বি। তিনি প্রশ্ন করেন, “কেবল ওঁকে দেখার জন্যই?” বিষয়টাকে কোনও রকমে ঢাকা-চাপা দিতে অনুষ্কা বলে ওঠেন, তিনি দলকেই সমর্থন করেন।
advertisement
অনুষ্কার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া ফ্লাইং কিস-এর দৃশ্য রিক্রিয়েট করেছিলেন বলিউডের শাহেনশাহ। মজার মুহূর্ত কিন্তু এখানেই শেষ হয়নি। অমিতাভ বচ্চন এবার বিরাট কোহলিকে নকল করেন। আসলে প্রত্যেকবার শতরান করার পরেই অনুষ্কার উদ্দেশ্যে মাঠ থেকেই ফ্লাইং কিস ছুড়ে দেন বিরাট। সেই দৃশ্যটাকেই অবিকল অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন অমিতাভ। আর সেটা দেখে হাসিতে ফেটে পড়েন বিরাট-ঘরণী নিজেই। হেসে ওঠেন বরুণ ধওয়ানও।
advertisement
advertisement
বিরাট এবং অনুষ্কার পারিবারিক জীবন:
২০১৭ সালের ডিসেম্বর মাসে সাতপাক ঘুরেছিলেন বিরাট-অনুষ্কা। বর্তমানে তাঁদের জীবন আলো করে রয়েছে দুই সন্তান – কন্যা ভামিকা (২০২১ সালে জন্ম) এবং পুত্র অকায় (২০২৪ সালে জন্ম)। তারকা হওয়া সত্ত্বেও প্রচারের সমস্ত আলো থেকে আড়ালেই রেখেছেন দুই সন্তানকে।
তারকা দম্পতির সাম্প্রতিক অবসরযাপন:
সম্প্রতি লন্ডনে নিজেদের মতো সময় কাটাতে দেখা গিয়েছে এই তারকা-দম্পতিকে। ভিডিও-য় দেখা যাচ্ছে যে, নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন। আর রোদ ঝলমলে আবহাওয়ার সৌন্দর্যও উপভোগ করছেন। তবে সঙ্গে ছিল না তাঁদের দুই সন্তান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: 'সেঞ্চুরি' করলেই 'উড়ন্ত' চুমু, বিরাটের ফ্লাইং কিস নিয়ে অনুষ্কাকে এ কী বললেন বিগ বি? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement