#মুম্বই: গুরুতর চোট পেয়ে হাসপাতলে ভর্তি অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। অভিষেকের ডান হাতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হন জুনিয়র বচ্চন। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন তার বাবা অমিতাভ বচ্চন (Amitabh bachchan) এবং তার বোন শ্বেতা বচ্চন (Shweta Bachchan)। অভিষেকের চোট লাগার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
View this post on Instagram
হাসপাতালের বাইরে পাপারাজ্জি দের ক্যামেরায় তাঁরা বন্দি হয়েছেন। হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অভিষেকেরও একটি ছবি দেখা গিয়েছে। জানা যাচ্ছে আসন্ন তামিল ছবির শুটিংয়ের সময় ডান হাতে চোট লাগে তার। এর পরেই তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বচ্চন পরিবারের কেউ এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি। কিন্তু বাবা ও বোন দেখা করতে গেলেও, দেখা পাওয়া যায়নি ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)।
View this post on Instagram
সম্প্রতি মণি রত্নমের (Mani Ratnam) ছবি 'পন্নিইন সেলভান'-এর শ্যুটিং করতে মধ্যপ্রদেশ গিয়েছেন। শনিবার মুম্বইয়ের কালিনা ব্যক্তিগত বিমানবন্দরে বচ্চন পরিবার এ দিন হাজির সকাল সকাল। কারণ আগামী ছবির শ্যুটিংয়ে মেয়ে আরাধ্যাকে (Aradhya) নিয়ে মধ্যপ্রদেশ উড়ে যাচ্ছেন ঐশ্বর্য্য। ছবির শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই। বিমানবন্দরে স্ত্রী ও মেয়েকে বিদায় জানাতে এসে তাঁদের প্রকাশ্যেই জড়িয়ে ধরেন অভিষেক। আগামী দিনগুলিতে স্ত্রী ও কন্যাকে মিস করবেন। তাই বিমানবন্দরেই ভালোবাসায় ভরিয়ে দেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।