রবিবার সকালে হাওড়া ব্রিজে দৌড়লেন আমির খান ! দেখুন ভিডিও...

Last Updated:

লাল সিং চাড্ডার জীবনের ঘটনার মধ্যে দিয়ে ভারতের রাজনীতিকে তুলে ধরা হবে এই ছবিতে। মোট ১০০টি শহরকে দেখানো হবে এই ছবিতে।

ARUNIMA DEY
#কলকাতা: হাওড়া ব্রিজে দৌড়লেন আমির খান। লাল সিং চাড্ডা ছবির শুটিংয়ে শহরে আমির। ভোরে হাওড়া ব্রিজে শুটিং করলেন মিস্টার পারফেকশনিস্ট। ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক এই ছবি। পরনে ঢিলে ঢালা টি শার্ট। মাথায় টুপি। লম্বা দাড়ি। মেক আপে বলিউডি তারকাকে চেনা সহজ নয়।
সকাল ৫.৪০। হাওড়া ব্রিজে প্রতিদিনই এখানে থাকে চেনা ব্যস্ততা। তবে রবিবারের সকালটা ছিল একটু আলাদা। পরনে ঢিলে ঢালা টি শার্ট। মাথায় টুপি। বিরাট লম্বা দাড়ি। গাড়ির পিছনে দৌড় দিলেন লাল সিং চাড্ডা আমির খান।
advertisement
advertisement
হাওড়া ব্রিজের কিছুটা অংশ জুড়ে হল শ্যুটিং। প্রথমে হট করে আমিরকে দেখে চিনতে পারেনি অনেকেই। গাল ভর্তি দাঁড়িতে আমিরকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। বেশ কয়েকবার তাকে দেওয়ার পর লোকে চিনতে পারেন ৷
লাল সিং চাড্ডার জীবনের ঘটনার মধ্যে দিয়ে ভারতের রাজনীতিকে তুলে ধরা হবে এই ছবিতে। মোট ১০০টি শহরকে দেখানো হবে এই ছবিতে। লাল সিং চাড্ডা ছবিতে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুরকে। কলকাতায় একদিনই শ্যুট করবেন আমির খান।
advertisement
১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস এর 'ফরেস্ট গাম্প' এর মতই লাল সিংহ চড্ডা র চোখ দিয়ে উঠে আসবে ক্রমশ পাল্টে যাওয়া ভারতবর্ষের ছবি। বাবরি মসজিদ ধবংস থেকে নরেন্দ্র মোদির উত্থান বাদ যাবে না কিছুই। প্রায় ১০০-টি লোকেশনে হবে ছবির শ্যুটিং।
এর আগে, 'থ্রি ইডিয়টস'-এর প্রচারে ছদ্মবেশে এসে শহরবাসীকে চমকে দিয়েছিলেন আমির খান, ফর আরেকবার 'দাড়িওয়ালা' আবতারে কলকাতাকে চমকালেন আমির! শীত এলেই গরম পোশাক, কমলা লেবুর যেমন চল হয়। তেমনই কলকাতায় এলে শুরু হয়ে যায় বলিউডি ভিড়। অজয় দেবগন এখনও শহর ছাড়েননি। এরই মধ্যে এসে পড়লেন আমির।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রবিবার সকালে হাওড়া ব্রিজে দৌড়লেন আমির খান ! দেখুন ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement