মোদিকে ছাড়া সব অভিনেতাদের নিয়ে কঙ্গনার সমস্যা! 'নাসিরুদ্দিন'-এর টুইট ঘিরে তুমুল জল্পনা

Last Updated:

একাধিক বার বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা ও নাসিরুদ্দিন। ফের কি একবার রিভলভার রানিকে কটাক্ষ করলেন তিনি? একই সঙ্গে নরেন্দ্র মোদিকে অভিনেতাও বললেন। কিন্তু এদিকে টুইটারে নাকি নাসিরুদ্দিন শাহের কোনও অ্যাকাউন্টই নেই।

#মুম্বই: একই সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একাধিক বার বাকযুদ্ধে জড়িয়েছেন কঙ্গনা ও নাসিরুদ্দিন। ফের কি একবার রিভলভার রানিকে কটাক্ষ করলেন তিনি? একই সঙ্গে নরেন্দ্র মোদিকে অভিনেতাও বললেন। কিন্তু এদিকে টুইটারে নাকি নাসিরুদ্দিন শাহের কোনও অ্যাকাউন্টই নেই।
কঙ্গনা রানাওয়াত নিজের টুইটার হ্যান্ডেল থেকে একাধিকবার বিভিন্ন অভিনেতা ও শিল্পীদের আক্রমণ করেছেন। তাপসি পান্নু থেকে শুরু করে স্বরা ভাস্কর কেউই বাদ যাননি তাঁর নিশানা থেকে। এমনকি কখনও শব্দচয়নের সীমাও ছাড়িয়েছেন কঙ্গনা। আর আজ সেই প্রসঙ্গেই কঙ্গনাকে নিশানা করা হয়েছে নাসিরুদ্দিন শাহের নামের এই অ্যাকাউন্ট থেকে।
সেই টুইটে লেখা, "কঙ্গনা রানাওয়াতের সব অভিনেতাদের নিয়েই সমস্যা রয়েছে একমাত্র নরেন্দ্র মোদি ছাড়া।" এখানেই প্রশ্ন উঠছে তা হলে কি প্রধানমন্ত্রীকেও অভিনেতা বলে কটাক্ষ করেছেন অভিনেতা। কিন্তু অ্যাকাউন্টটি নাসিরুদ্দিনেরই নয়। এদিকে সেই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা প্রায় ৬৪ হাজার। পোস্টটিও ভাইরাল হয় মুহূর্তে।
advertisement
advertisement
এমনিতেই এর আগেও কৃষক আন্দোলনের সমর্থনে এবং গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন নাসিরুদ্দিন। কিছু রয়েছে টুইট পোস্টও। কিন্তু তাঁর তো কোনও অ্যাকাউন্টই নেই। দিন কয়েক আগেই অভিনেতার স্ত্রী রত্না পাঠক জানিয়েছেন যে নাসিরুদ্দিন শাহের কোনও অ্যাকাউন্ট নেই টুইটারে। ফেক অ্যাকাউন্টের সমস্যায় তাঁরা জর্জরিত। এই নিয়ে নাকি তাঁরা পুলিশেও অভিযোগ জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোদিকে ছাড়া সব অভিনেতাদের নিয়ে কঙ্গনার সমস্যা! 'নাসিরুদ্দিন'-এর টুইট ঘিরে তুমুল জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement