সিবিআই-এর সন্দেহ সুশান্তের পোস্টমর্টেম রিপোর্ট ঘিরেই, যাচাই করবে এইমস-এর বিশেষ দল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
পাঁচ সদস্যের এই দলটির মাথায় রয়েছে অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত। শিনা বরা বা সুনন্দা পুষ্করের মতো হাই ভোল্টেজ মামলাতেও ময়না তদন্ত হয়েছে তারই নেতৃত্বে।
#মুম্বই: বৃহস্পতিবার গভীর রাত। বৃষ্টিভেজা মুম্বইয়ে পা রেখেছিল সিবিআই-এর বিশেষ দল। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেল পথে নেমে কাজ। সুশান্ত মামলায় দায়িত্ব নিয়ে প্রথম থেকেই সক্রিয় সিবিআই। আপাতত তাদের প্রথম লক্ষ্য সুশান্তের ময়নাতদন্তের ও ভিসেরা রিপোর্টে কোনও গড়মিল আছে কিনা।
শুক্রবারই এই অটোপসি রিপোর্ট খতিয়ে দেখার জন্য এইমস-এর একটি বিশেষজ্ঞদল গড়া হয়েছে। পাঁচ সদস্যের এই দলটির মাথায় রয়েছে অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত। শিনা বরা বা সুনন্দা পুষ্করের মতো হাই ভোল্টেজ মামলাতেও ময়না তদন্ত হয়েছে তারই নেতৃত্বে।
শুক্রবার সিবিআই একটি চিঠি দেয় এই মেডিক্যাল টিমকে। সেখানে মেডিকো-লিগ্যাল সহায়তার কথা উল্লেখ করা হয়। চিঠিটির বয়ানে বলা হয়, " সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য উদঘটনের জন্যে দিল্লি এইমস-এর বিশেষ চিকিৎসকদলের সহায়তা দরকার। এর জন্যে আমরা সমস্ত নথি, পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট পৌঁছে দেবো। আমরা এইমএস-এর বিশেষজ্ঞ দলটিকে যত তাড়াতাড়ি মুম্বই আসার জন্যে অনুরোধ জানাচ্ছি।"
advertisement
advertisement
এইমস-এর চিকিৎসক তরফে সুধীর গুপ্ত বলেন, "আমরা খতিয়ে দেখব এই মৃত্যুতে নতুন করে আলো ফেলা যায় কিনা। বিচার করা হবে হত্যার কোনও সম্ভাবনা রয়েছে কিনা। দলটি সংগৃহিত ভিসেরা পরীক্ষা করবে। একই সঙ্গে ল্যাবোরেটারিতে খতিয়ে দেখা হবে সুশান্তকে যে অ্যান্টি ডিপ্রেশান্ট পিল দেওয়া হত, তার কম্পোজিশান ও ডোজ।"
শুক্রবার সিবিআই সুশান্তের রাধুনি নীরজ এবং তাঁর বন্ধু সন্দীপ এস সিং-এর সঙ্গে কথা বলেছে। সিবিআই-এর তরফে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী -সহ ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2020 9:13 AM IST