কী করে বোঝা গেল রণবীর-আলিয়ার বিয়ের কার্ড আসলে ভুয়ো?
Last Updated:
#মুম্বই: বলিউডের এখন ‘হট অ্যান্ড ট্রেন্ডিং’ কাপল বলতে চোখ বুজে বলে দেওয়া যায় আলিয়া ভাট আর রণবীর কাপুরের অ্যাফেয়ারের কথা ৷ দিন দু’য়েক আগে তাঁদেরই বিয়ের কার্ড নিয়ে সোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায় ৷
দেখা গিয়েছিল মিষ্টি দেখতে একটি কার্ডে সোনালী হরফে খোদাই করা পাত্রপাত্রীর নাম ৷ বিয়ের আগের শগুন সেরিমনির কার্ড ছিল সেটি ৷ ২২ জানুয়ারি যোধপুরের উমেদ ভবনে শগুন সেরিমনির আসর বসতে চলেছে, এমনটাও লেখা ছিল ৷ কিন্তু কার্ডের ছাপায় ছিল অনেকগুলি ভুল ৷ সেগুলি খেয়াল করার পর সকলেই বুঝতে পেরেছেন কার্ডটি আসলে ভুয়ো ৷ দেখুন কী কী ভুল রয়েছে সেই কার্ডে-
advertisement
advertisement
• পাত্রীর নাম Alia ৷ কিন্তু কার্ডে লেখা রয়েছে Aliya ৷
• তারিখের জায়গায় 22nd এর বদলে লেখা 22th January ৷
• আলিয়ার বাবার নাম মহেশ ভাট, কিন্তু কার্ডে লেখা মুকেশ ভাট ৷ মুকেশ আলিয়ার কাকা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2019 11:21 AM IST