কী করে বোঝা গেল রণবীর-আলিয়ার বিয়ের কার্ড আসলে ভুয়ো?

Last Updated:
#মুম্বই: বলিউডের এখন ‘হট অ্যান্ড ট্রেন্ডিং’ কাপল বলতে চোখ বুজে বলে দেওয়া যায় আলিয়া ভাট আর রণবীর কাপুরের অ্যাফেয়ারের কথা ৷ দিন দু’য়েক আগে তাঁদেরই বিয়ের কার্ড নিয়ে সোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায় ৷
দেখা গিয়েছিল মিষ্টি দেখতে একটি কার্ডে সোনালী হরফে খোদাই করা পাত্রপাত্রীর নাম ৷ বিয়ের আগের শগুন সেরিমনির কার্ড ছিল সেটি ৷ ২২ জানুয়ারি যোধপুরের উমেদ ভবনে শগুন সেরিমনির আসর বসতে চলেছে, এমনটাও লেখা ছিল ৷ কিন্তু কার্ডের ছাপায় ছিল অনেকগুলি ভুল ৷ সেগুলি খেয়াল করার পর সকলেই বুঝতে পেরেছেন কার্ডটি আসলে ভুয়ো ৷ দেখুন কী কী ভুল রয়েছে সেই কার্ডে-
advertisement
card
advertisement
• পাত্রীর নাম Alia ৷ কিন্তু কার্ডে লেখা রয়েছে Aliya ৷
• তারিখের জায়গায় 22nd এর বদলে লেখা 22th January ৷
• আলিয়ার বাবার নাম মহেশ ভাট, কিন্তু কার্ডে লেখা মুকেশ ভাট ৷ মুকেশ আলিয়ার কাকা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী করে বোঝা গেল রণবীর-আলিয়ার বিয়ের কার্ড আসলে ভুয়ো?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement