Bobby Deol: আইফার ভরা অনুষ্ঠানে ববি দেওলের ঠোঁটে চুম্বন তানিয়ার, কেন? ভিডিও ভাইরাল

Last Updated:

Bobby Deol: আইফার মঞ্চে ওঠার আগে অনুষ্ঠানে এমনই প্রেমে মোড়া দৃশ্যের সাক্ষী থাকল দর্শকেরা। ভাইরাল ভিডিও দেখুন...

ববি দেওল ও তানিয়া
ববি দেওল ও তানিয়া
মুম্বই: আইফা অ্যাওয়ার্ডস ২০২৪-এর অনুষ্ঠানে কেঁদে ফেললেন ববি দেওল। তার আগে স্ত্রী তানিয়া তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে তাঁকে আগলে বোঝালেন তুমিই এই পুরস্কারের যোগ্য। আইফার মঞ্চে ওঠার আগে অনুষ্ঠানে এমনই প্রেমে মোড়া দৃশ্যের সাক্ষী থাকল দর্শকেরা।
এবারের আইফায় ‘অ্যানিমাল’ ছবির জন্য সেরা খল চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। নাম ঘোষণা হতেই চোখ ভিজে যায় সামনের সারিতে বসে থাকা অভিনেতা ববির। পাশেই বসেছিলেন স্ত্রী তানিয়া। কোনও মতে স্ত্রীর গালে চুম্বন করে নিজের আবেগকে সামাল দেন ববি। যদিও স্ত্রী তানিয়া ববির ঠোঁটে এঁকে দেন চুম্বন।
advertisement
advertisement
মঞ্চে উঠে পুরস্কার নেন ববি দেওল। দর্শকাসনে তখন চিৎকার, ‘জামাল কুদু’ নাচের স্টেপ দেখাতে হবে ববিকে। ফ্যানেদের আবদার মেনে স্টেজেই সেই গানে খানিক পা মেলান ববি। মাথায় গ্লাস নিয়ে জামাল কুদুর গানে তখন গমগম করছে আইফার অনুষ্ঠানস্থল। সেই সময়ও চোখের কোনে জল ববির।
advertisement
আরও পড়ুন: সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! জানলে শিউরে উঠবেন
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’ ছবির জন্য আগেই প্রশংসিত হয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে অভিনয়ে নজর কেড়ে ববি রাতারাতি হয়ে উঠেছেন ‘লর্ড ববি’। দর্শকের মনে ছাপ ফেলেছে অভিনয়ের পাশাপাশি ববির নাচের স্টেপও। এই ছবিটি সেরা ছবি, সেরা সহ-অভিনেতা ও সেরা গায়কের পুরস্কারও পায় এবারের আইফায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bobby Deol: আইফার ভরা অনুষ্ঠানে ববি দেওলের ঠোঁটে চুম্বন তানিয়ার, কেন? ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement