Animal Shooting: বলিউডের আর এক নায়কের প্রাসাদেই শ্যুটিং হয়েছে রণবীর কপূরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’-এর!

Last Updated:

Animal Shooting: একটি দৃশ্যে দেখা গিয়েছে তীব্র আবেগঘন মুহূর্তে রক্তাক্ত রণবিজয় (রণবীর কপূর) এগিয়ে আসছেন হল-এর করিডোর ধরে

পতৌদি প্যালেসেই শুটিং হয়েছে ছবির বড় অংশের
পতৌদি প্যালেসেই শুটিং হয়েছে ছবির বড় অংশের
মুম্বই : রণবীর কপূরের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে শিরোনামে চলে এসেছেন সইফ আলি খানও। শর্মিলাতনয়ও জড়িয়ে আছেন এই ছবির সঙ্গে। কারণ তাঁদের পতৌদি প্যালেসেই শুটিং হয়েছে ছবির বড় অংশের। পতৌদি প্রাসাদের প্রশস্ত লন, রাজকীয় স্থাপত্যনির্মাণ দেখা গিয়েছে ‘অ্যানিম্যাল’-এ। শুধু সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিই নয়, আরও বেশ কিছু সিনেমার শ্যুটিং হয়েছে পতৌদি প্রাসাদে।
‘অ্যানিম্যাল’-এ পতৌদি প্রাসাদের প্রশস্ত লন, করিডোর হয়ে উঠেছে প্রাণবন্ত। একটি দৃশ্যে দেখা গিয়েছে তীব্র আবেগঘন মুহূর্তে রক্তাক্ত রণবিজয় (রণবীর কপূর) এগিয়ে আসছেন হল-এর করিডোর ধরে। ওই একই জায়গায় এর আগে দেখা গিয়েছে স্বয়ং সইফ আলি খানকেও।
advertisement
advertisement
অ্যান্টিক এবং পারিবারিক সম্পত্তিতে সাজানো পতৌদি প্যালেস এর আগে বিজ্ঞাপনের শ্যুটিঙ-এও দেখা গিয়েছে। ১৯৩০-এর দশকে নির্মিত পতৌদি প্যালেসের বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। সইফ আলি খানের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদি তৈরি করিয়েছিলেন এই প্রাসাদ।
advertisement
পরবর্তীতে মনসুর আলি খানের প্রয়াণের পর এই প্রাসাদ একটি হোটেল গোষ্ঠীকে লিজ দেওয়া হয়। এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন এই প্রাসাদ তিনি নিছক উত্তরসূরি হিসেবে পাননি৷ বরং ছবিতে অভিনয় করে উপার্জন দিয়ে অর্জন করতে হয়েছে৷ প্রসঙ্গত ‘অ্যানিম্যাল’ ছাড়াও কিছু বছর আগে প্রাইম ভিডিও সিরিজ ‘তাণ্ডব’, আমির খানের সুপারহিট ছবি ‘রং দে বসন্তী’-তেও দেখা গিয়েছিল পতৌদি প্যালেস৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Animal Shooting: বলিউডের আর এক নায়কের প্রাসাদেই শ্যুটিং হয়েছে রণবীর কপূরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’-এর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement