Animal Shooting: বলিউডের আর এক নায়কের প্রাসাদেই শ্যুটিং হয়েছে রণবীর কপূরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’-এর!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Animal Shooting: একটি দৃশ্যে দেখা গিয়েছে তীব্র আবেগঘন মুহূর্তে রক্তাক্ত রণবিজয় (রণবীর কপূর) এগিয়ে আসছেন হল-এর করিডোর ধরে
মুম্বই : রণবীর কপূরের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে শিরোনামে চলে এসেছেন সইফ আলি খানও। শর্মিলাতনয়ও জড়িয়ে আছেন এই ছবির সঙ্গে। কারণ তাঁদের পতৌদি প্যালেসেই শুটিং হয়েছে ছবির বড় অংশের। পতৌদি প্রাসাদের প্রশস্ত লন, রাজকীয় স্থাপত্যনির্মাণ দেখা গিয়েছে ‘অ্যানিম্যাল’-এ। শুধু সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিই নয়, আরও বেশ কিছু সিনেমার শ্যুটিং হয়েছে পতৌদি প্রাসাদে।
‘অ্যানিম্যাল’-এ পতৌদি প্রাসাদের প্রশস্ত লন, করিডোর হয়ে উঠেছে প্রাণবন্ত। একটি দৃশ্যে দেখা গিয়েছে তীব্র আবেগঘন মুহূর্তে রক্তাক্ত রণবিজয় (রণবীর কপূর) এগিয়ে আসছেন হল-এর করিডোর ধরে। ওই একই জায়গায় এর আগে দেখা গিয়েছে স্বয়ং সইফ আলি খানকেও।

advertisement
advertisement
অ্যান্টিক এবং পারিবারিক সম্পত্তিতে সাজানো পতৌদি প্যালেস এর আগে বিজ্ঞাপনের শ্যুটিঙ-এও দেখা গিয়েছে। ১৯৩০-এর দশকে নির্মিত পতৌদি প্যালেসের বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। সইফ আলি খানের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদি তৈরি করিয়েছিলেন এই প্রাসাদ।
advertisement
পরবর্তীতে মনসুর আলি খানের প্রয়াণের পর এই প্রাসাদ একটি হোটেল গোষ্ঠীকে লিজ দেওয়া হয়। এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন এই প্রাসাদ তিনি নিছক উত্তরসূরি হিসেবে পাননি৷ বরং ছবিতে অভিনয় করে উপার্জন দিয়ে অর্জন করতে হয়েছে৷ প্রসঙ্গত ‘অ্যানিম্যাল’ ছাড়াও কিছু বছর আগে প্রাইম ভিডিও সিরিজ ‘তাণ্ডব’, আমির খানের সুপারহিট ছবি ‘রং দে বসন্তী’-তেও দেখা গিয়েছিল পতৌদি প্যালেস৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 4:30 PM IST