Biswajit Chatterjee-Mumtaz: গানের তালে পা মেলালেন মুমতাজ-বিশ্বজিৎ! বয়স শুধুই সংখ্যা মাত্র! ভালবাসার ভিডিও ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Biswajit Chatterjee-Mumtaz: এ ভিডিও আপনাকে আবেগে ভাসাবে। ঠিক যেন ২১-এর তরুণ-তরুণী। ঝড়ের বেগে ভাইরাল ভিডিও
১৯৫৮ সাল ছোট্ট একটি মেয়ে বলিউডে পা রাখে। বয়স তখন মাত্র ১১। ঠিক যেন সোনার পাখি। ছটফটে মেয়েটি সেই বয়সেই ‘সোনে কি চিঁড়িয়া’-ছবিতে অভিনয় করে। এর পর ধীরে ধীরে অ্যাকশন ছবির নায়িকা বা আইটেম সং-এ নাচ থেকে একেবারে দেব আনন্দ থেকে শুরু করে রাজেশ খান্ণার নায়িকা তিনি। তাঁর নাম মুমতাজ। বলিউডে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি। অন্যজন হল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মুমতাজ ও বিশ্বজিৎ এক সঙ্গে কাজ করেছেন ‘মেরে সনম’, ‘চাহাত’-এর মতো বেশ কিছু ছবিতে। তবে বিশ্বজিৎ শুধু হিন্দি নয়, বাংলা ছবিতে উত্তম কুমারের মতো অভিনেতার সঙ্গেও পাল্লা দিয়ে অভিনয় করেছেন।
আজ মুমতাজের বয়স ৭৫। অন্যদিকে বিশ্বজিতের বয়স ৮৬। কিন্তু তাঁদের মনের বয়স আজও যেন আটকে আছে ২১-এর ঘরে। টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ। তাঁর অভিনয় বহু প্রশংসিত। সে সময় দেখতেও ছিলেন খুব হ্যান্ডসাম। অন্যদিকে মুমতাজ তো সব সময় সব নায়িকাদের থেকে একেবারে আলাদা। হালকা মেদ শরীরে। চোখে মুখে আবেদন। তেমনি জনপ্রিয় তাঁর নাচ। আর ৭৫ বছর বয়সে এসেও নাচকে ছাড়তে পারেননি নায়িকা। সম্প্রতি এই দুই জুটিকে দেখা গেল এক সঙ্গে পায়ে পা মেলাতে।
advertisement
advertisement
Reposted from @mumtaztheactress
Blessed to be with the two legends!#biswajitchatterjee pic.twitter.com/TWlIlZ8BUc
— Jackie Shroff (@bindasbhidu) June 24, 2023
অভিনেতা জ্যাকি শ্রফ একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা যাচ্ছে মুমতাজ ও বিশ্বজিৎ তাঁদের সময়ের একটি গানে পায়ে পা মিলিয়ে নাচ করছেন। সঙ্গে রয়েছেন জ্যাকি শ্রফ। এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে শ্রদ্ধা জানান জ্যাকি। মোবাইলে গান বাজছে নাচছেন দুই কিংবদন্তী। নাচের শেষে বিশ্বজিৎ বলছেন, ‘তুমি একটুও বদলাওনি।” মুমতাজ বলছেন, “কেন বদলাবো? বদলে কেন যাব?” সত্যিই বদলের দরকার নেই। এমন সুন্দর মুহূর্ত সত্যিই প্রশংসার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 8:11 PM IST