বিয়ের পরই রিনিকে ছেড়ে উধাও ভিকি! 'এই পথ যদি না'-র ঊর্মির দাদাভাইকে নিয়ে রহস্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
'এই পথ যদি না শেষ হয়'-এর ভিকি নাকি কানাডায় গিয়ে বসে রয়েছে। দর্শকদের প্রশ্ন, "কোথায় গেলেন বিশ্বাবসু বিশ্বাস? চরিত্র কি বাদ পড়ে গেল?" মিশমি ওরফে রিনি যতই খলনায়িকা হোন না কেন, বিশ্বাবসু-মিশমির বিয়ে তো গল্পে নতুন মোড় নিয়েছিল। হঠাৎ তবে কী হল?
#কলকাতা: নতুন বিয়ে হয়েছে। বউয়ের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা। দম্পতিতে মিলে রোম্যান্টিক দিন-রাত কাটানোর কথা। অন্য দিকে আবার মা-বাবা জেলে। এই সময়ে কোথায় ছেলে তাদের সঙ্গ দেবে, তা না! 'এই পথ যদি না শেষ হয়'-এর ভিকি নাকি কানাডায় গিয়ে বসে রয়েছে। দর্শকদের প্রশ্ন, "কোথায় গেলেন বিশ্বাবসু বিশ্বাস? চরিত্র কি বাদ পড়ে গেল?"
মিশমি দাস ওরফে রিনি যতই খলনায়িকা হোন না কেন, বিশ্বাবসু-মিশমির বিয়ে তো গল্পে নতুন মোড় নিয়েছিল। হঠাৎ তবে কী হল?
আরও পড়ুন: ব্লু দ্য কালার অফ গিল্ট! সাইকোলজিক্যাল থ্রিলার! জীবনের গল্প বলবেন পরিচালক নীলাক্ষী সেনগুপ্ত!
advertisement
জানতে যোগাযোগ করা হয়েছিল অভিনেতাকে। বিশ্বাবসু নিউজ18 বাংলাকে জানান, হয়তো গল্পের প্রয়োজনেই তাঁকে ধারাবাহিক থেকে বিরতি দেওয়া হয়েছে।
advertisement

তাঁর কথায়, "গল্পের প্রয়োজনে মেগায় কিছু চরিত্রকে বারবার আসতে হয়, আবার চলে যেতে হয়। ধারাবাহিকের নির্মাতারা নিশ্চয়ই ভেবেচিন্তেই এখন মেগা থেকে আমাকে দূরে রেখেছেন। যদি তাঁরা আবার মনে করেন, ধারাবাহিকে আমার চরিত্রটি ফেরানো হবে, তা হলে আমি আবার চলে আসব।"
advertisement
একইসঙ্গে তিনি এই 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে বললেন, "এত কম সময়ে আমার চরিত্রটা যে এত জনপ্রিয়তা আর ভালবাসা পেয়েছে, তার জন্য আমি জি বাংলা এবং ধারাবাহিকের নির্মাতাদের কাছে কৃতজ্ঞ । এবং অবশ্যই দর্শকদের কাছেও | তাঁরা বারবার প্রশ্ন করেন, ‘ভিকি কবে ফিরবে?' এগুলোই তো পাওনা।"
advertisement
এই মুহূর্তে বিশ্বাবসু স্টার জলসার একটি ধারাবাহিক 'গুড্ডি'র কাজে ব্যস্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 9:18 PM IST