হোম /খবর /বিনোদন /
সায়ন্তনের হাত ধরে বড় পর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায়!

Tollywood: সায়ন্তনের হাত ধরে বড় পর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায়!

আপাতত একটি ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চ কাঁপাচ্ছেন বিক্রম।

  • Share this:

#কলকাতা:

হইচই প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের ডার্ক কমেডি ওয়েব সিরিজ ‘মৌচাক’। পরিচালক কিন্তু তার মধ্যেই তাঁর চেনা বৃত্তে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, সায়ন্তনের হাত ধরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বিক্রম চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে পরিচালকের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। বিক্রম জানিয়েছেন, প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। সম্ভবত শ্যুট শুরু হবে অক্টোবরের শেষে, পুজোর পরে।

আপাতত একটি ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চ কাঁপাচ্ছেন বিক্রম। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা। কিছু দিন আগে মুক্তি পেয়েছিল 'তান সেনের তানপুরা' ওয়েব সিরিজটি। দর্শকের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল এই সিরিজ। 'মেঘনাদ বধ রহস্য' ছবিটিতে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল বিক্রমকে।

'জতুগৃহ'-এর প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়, প্রযোজনার পাশাপাশি  অভিনয়েও হাতেখড়ি হচ্ছে এই ছবি দিয়েই। তাঁকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। সায়ন্তন আরও জানিয়েছেন, 'ছবির বড় অংশের শ্যুট হবে পাহাড়ে। সিকিম আমার প্রথম পছন্দ।' যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। সাম্প্রতিক ‘মৌচাক’ ওয়েব সিরিজ ছাড়াও সায়ন্তনের ঝুলিতে রয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’, ‘সাগর দ্বীপে যকের ধন’, ‘আলিগড়ের গোলোকধাঁধাঁ’-র মতো বড় বাজেটের ছবি। অভিনয় করেছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, পার্নো মিত্রের মতো তাবড় অভিনেতারা।

Published by:Suman Majumder
First published:

Tags: Bengali Movie, Bikram Chatterjee, Tollywood