ফের বিগবসের ঘরে ভালবাসার স্পর্শ ! প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ-রেশমি

Last Updated:

এর আগেও বিগবসের ঘর প্রেমিক প্রেমিকাদের আখরায় পরিণত হয়েছে

#মুম্বই: জাতীয় টেলিভিশনের জনপ্রিয় শো বিগবস ১৩ ৷ জাতীয় টলিভিশনের এই বহু চর্চিত রিয়্যালিটি শোটি দর্শকদের মন জয় করে মাত করেছে ৷ বিগবসের ঘরের বিভিন্ন বিষয় নিয়েই সরগরম থাকে বিগবস ৷ কখনও লড়াই ঝগড়া তো কখনও প্রেমের জন্য বিগবস অত্যন্ত চর্চায় এসেছে ৷ এই বার বিগবস সিজিন ১৩-তে ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই ৷ তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৷
প্রেমের সাগরে য়েন তুমুল রূপে উঠেছে ঢেউ ৷ এই সপ্তাহের শুরুতেই সিদ্ধার্থ ও রেশমির মধ্যে এক অনবদ্য রসায়ন দেখানো হয়েছে ৷ যা দর্শকদের কাছে অত্যন্ত মজার লেগেছে ৷ দু'জনের মধ্যে কখনও কখনও প্যায়র মে কভি কভি বা কুছ কুছ হোতা হ্যায় চলছে ৷ শুক্রবারের পর্বের প্রোমের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে সিদ্ধার্থ, রেশমি দেশাইকে দেখে বলেছেন রেশমির মত মেয়ে তিনি আগেই দেখেননি ৷ তার পরেই রেশমি জানিয়েছেন আমাকে দেখে এত ভালবাসার কোনও অনুভূতি আছে ?
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে একে অপরের চোকের দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছেন ৷ তবে এটি এবারের খেলার কৌশল কি না ? তা ঠিক বোঝা যাচ্ছেনা আগামী পর্বগুলিই এইসব ভাল করে প্রমাণ করবে ৷ এর আগে কালার্সেরই একটি সো দিল সে দিল তকে এক সঙ্গে কাজ করেছেন রেশমি দেশাই ও সিদ্ধার্থ শুক্লা ৷ তারপরেই দু'জনের ব্রেকআপ হয়েগিয়েছিল ৷
advertisement
ফের একবার তারা কাছাকাছি পাশাপাশি আসছেন ৷ গাঢ় প্রেমে কি তাঁরা ডুব দিতে বসেছেন না কি এটি কৌশল ? শেষ কথা বলবে সময় ৷ এক নজরে দেখে নিন সেই ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিগবসের ঘরে ভালবাসার স্পর্শ ! প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ-রেশমি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement