ফের বিগবসের ঘরে ভালবাসার স্পর্শ ! প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ-রেশমি

Last Updated:

এর আগেও বিগবসের ঘর প্রেমিক প্রেমিকাদের আখরায় পরিণত হয়েছে

#মুম্বই: জাতীয় টেলিভিশনের জনপ্রিয় শো বিগবস ১৩ ৷ জাতীয় টলিভিশনের এই বহু চর্চিত রিয়্যালিটি শোটি দর্শকদের মন জয় করে মাত করেছে ৷ বিগবসের ঘরের বিভিন্ন বিষয় নিয়েই সরগরম থাকে বিগবস ৷ কখনও লড়াই ঝগড়া তো কখনও প্রেমের জন্য বিগবস অত্যন্ত চর্চায় এসেছে ৷ এই বার বিগবস সিজিন ১৩-তে ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে সিদ্ধার্থ শুক্লা ও রেশমি দেশাই ৷ তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৷
প্রেমের সাগরে য়েন তুমুল রূপে উঠেছে ঢেউ ৷ এই সপ্তাহের শুরুতেই সিদ্ধার্থ ও রেশমির মধ্যে এক অনবদ্য রসায়ন দেখানো হয়েছে ৷ যা দর্শকদের কাছে অত্যন্ত মজার লেগেছে ৷ দু'জনের মধ্যে কখনও কখনও প্যায়র মে কভি কভি বা কুছ কুছ হোতা হ্যায় চলছে ৷ শুক্রবারের পর্বের প্রোমের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে সিদ্ধার্থ, রেশমি দেশাইকে দেখে বলেছেন রেশমির মত মেয়ে তিনি আগেই দেখেননি ৷ তার পরেই রেশমি জানিয়েছেন আমাকে দেখে এত ভালবাসার কোনও অনুভূতি আছে ?
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে একে অপরের চোকের দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে আছেন ৷ তবে এটি এবারের খেলার কৌশল কি না ? তা ঠিক বোঝা যাচ্ছেনা আগামী পর্বগুলিই এইসব ভাল করে প্রমাণ করবে ৷ এর আগে কালার্সেরই একটি সো দিল সে দিল তকে এক সঙ্গে কাজ করেছেন রেশমি দেশাই ও সিদ্ধার্থ শুক্লা ৷ তারপরেই দু'জনের ব্রেকআপ হয়েগিয়েছিল ৷
advertisement
ফের একবার তারা কাছাকাছি পাশাপাশি আসছেন ৷ গাঢ় প্রেমে কি তাঁরা ডুব দিতে বসেছেন না কি এটি কৌশল ? শেষ কথা বলবে সময় ৷ এক নজরে দেখে নিন সেই ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিগবসের ঘরে ভালবাসার স্পর্শ ! প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিদ্ধার্থ-রেশমি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement