Kriti Verma Scam Case: ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারি, চার্জশিটে নাম ফাঁস হতেই তোলপাড়! ইডির নজরে 'বিগবস' অভিনেত্রী

Last Updated:

Kriti Verma Scam Case: টিডিএস কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটেই নাম উঠে এসেছে কৃতি বর্মার৷ নাম ফাঁস হতেই তোলপাড় কাণ্ড৷

মুম্বই: টেলিভিশনের পরিচিত মুখ কৃতি বর্মা এবার ইডির নজরে৷ জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ও রোডিজ খ্যাত প্রতিযোগী এবার আর্থিক তছরুপের মামলায় জড়ালেন৷ ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারিতে আগেই নাম জড়িয়েছিল কৃতির৷ বেশ কয়েকমাস ধরেই ছিলেন ইডির নজরে৷ এবার টিডিএস কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটেই নাম উঠে এসেছে কৃতি বর্মার৷ নাম ফাঁস হতেই তোলপাড় কাণ্ড৷
ইডির জমা দেওয়া চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে৷ সেই অভিযুক্তদের মধ্যেই নাম রয়েছে অভিনেত্রী কৃতি বর্মা ও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মন্ডল অধিকারী এবং রাজেশ শেট্টি সহ আরও অনেকেরই নাম রয়েছে৷ একসময়ে আয়কর দফতরে চাকরি করতেন কৃতি৷ কিন্তু পরবর্তীতে সেই চাকরি ছেড়ে অভিনেত্রী হতে এসেছিলেন তিনি৷
advertisement
advertisement
অভিনেত্রী কৃতি বর্মা ছিলেন প্রাক্তন আয়কর আধিকারিক৷ তিনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন জিএসটি-র ইন্সপেক্টরের পদে ছিলেন৷ ২০১৮ সালে আয়কর দফতরে ইন্সপেক্টর পদ থেকে ইস্তফা দেন৷ তারপরই মায়ানগরীতে পা রাখেন এবং একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন৷ ২০১৮ সালেই রোডিজ-এর মাধ্যমে ফেম পান কৃতি৷ তারপরই বিগ বসের ঘরে দেখা যায় তাকে৷
advertisement
২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হলেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মন্ডল অধিকারী৷ জানা যায়, কৃতি নিজের ঊর্ধ্বতনের লগইনের অধিকার অপব্যবহার করে তছরুপের টাকা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই তছরুপের টাকা দিয়ে ১.০২ কোটি টাকা সম্পত্তি কিনেছিলেন তারা৷ পরে সেই সম্পত্তি ১.১৮ টাকা বিক্রি করেছিলেন৷ অভিযোগে উঠে এসেছে সেই টাকাও কৃতির অ্যাকাউন্টে চলে যায়৷ এই বিপুল পরিমাণ টাকা দিয়ে মহারাষ্ট্রের বিভিন্ন ফ্ল্যাটও কিনে রেখেছেন কৃতি৷ আপাতত পুরো বিষয়টাই তদন্ত করছে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kriti Verma Scam Case: ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারি, চার্জশিটে নাম ফাঁস হতেই তোলপাড়! ইডির নজরে 'বিগবস' অভিনেত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement