Bigg Boss 15 Grand Finale: বিগবসের ঘরে শেষ টক্কর ! শেষ পর্যন্ত কে জিতলেন ঘরের লড়াই?

Last Updated:

Bigg Boss 15 Grand Finale: আর মাত্র একটা দিনের অপেক্ষা! জানা যাবে বিগবস বিজেতার নাম !

photo source collected
photo source collected
#মুম্বই:  Bigg Boss 15 Grand Finale -এ কে হবে বিজেতা? শেষ ছয় প্রতিযোগীর মধ্যে সেরার সেরা হবে কে? এই নিয়ে চলছে পাবলিক ভোট। বিগবস ১৫-র বিজেতা কে তা জানা যাবে ৩০ জানুয়ারির রাতে। এই দিনেই জানানো হবে বিজেতার নাম। সলমন খান এই শোয়ের সঞ্চালক।
ওটিটিতে এবার বিগ বস শুরু হওয়ার পর থেকেই ছিল নানা জল্পনা। করণ জোহর শুরু করলেও সেই সলমন খানকে নিতে হয় এন্ট্রি (Bigg Boss 15 Grand Finale )। রাখি সাওয়ান্ত এই শোতে ছিলেন না প্রথমে। শোতে আসার জন্য নানা কাণ্ড করেছেন রাখি। অবশেষে তাঁকেও আনা হয়। তবে শেষ রক্ষা হয়নি। টানা টিআরপি দেওয়ার পর বিদায় নিতে হয়েছে রাখিকেও। এবার দেখার কে জিতবেন বিগবসের মুকুট!
advertisement
মোট ছয় জন প্রতিযোগী (Bigg Boss 15 Grand Finale )রয়েছেন আপাতত ঘরে। তাঁদের মধ্যে থেকেই একজন জিতবেন এই শো। বিগবসের ঘরে শেষ ছয় ফাইনালিস্ট হলেন, শমিতা শেট্টি। নিশান্ত ভাট, প্রতীক সহজপাল, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ ও রেশমি দেশাই।
advertisement
এই ছয় জনই এবারের শেষ প্রতিযোগী(Bigg Boss 15 Grand Finale )। তবে ছয় জনের মধ্যে সব থেকে বেশি পছন্দের তালিকায় রয়েছেন করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। এখনও পর্যন্ত সব থেকে বেশি নাম্বার পেয়েছেন এই দুই জন। তবে এখন দেখার কে জিতে নেন বিগবসের মুকুট।
advertisement
শিল্পা শেট্টির বোন শমিতা এবছর প্রথম থেকেই ভাল কনটেস্টটেন্ট ছিলেন। তবে মাঝখানে তাঁর অসুস্থতা এবং রাকেশ বাপাতের সঙ্গে বিগবসের ঘরেই নায়িকার প্রেম নিয়ে চলে জল্পনা। তবে সব মিটিয়ে তিনি ফের রয়েছেন লড়াইয়ে।
advertisement
অন্যদিকে মহিলা প্রতিযোগীদের মধ্যেই রেশমি দেশাইও যথেষ্ট নজর কেড়েছেন। রবিবার রাতের অপেক্ষায় রয়েছেন এখন সকলে। বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায়! তবে সব থেকে বেশি লড়াইয়ে এগিয়ে আছেন  তেজস্বী প্রকাশ! শনি ও রবিবার মিলিয়ে এই শো দেখানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss 15 Grand Finale: বিগবসের ঘরে শেষ টক্কর ! শেষ পর্যন্ত কে জিতলেন ঘরের লড়াই?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement