অনুষ্কা জবাব দেননি বার্থডে উইশের, ট্যুইটারে ধমকে দিলেন বিগ বি

Last Updated:

পরে অনুষ্কা ধন্যবাদ জানিয়ে টুইটের রিপ্লাই দেন। লজ্জিত হয়ে জানান টেক্সট মেসেজেরও জবাব দিতে যাচ্ছিলেন তিনি।

#মুম্বই: অনুষ্কা শর্মার জন্মদিন বলে কথা। তাও আবার বিয়ের পর প্রথম জন্মদিন। মে মাসের এক তারিখ তাই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল ট্যুইটার। তবে বিগ বি কিন্তু অনুষ্কাকে টেক্সট মেসেজেই জানিয়েছিলেন বার্থডে উইশ। ঠিক যেভাবে উনি জানিয়ে থাকেন। কিন্তু অগণিত ভক্তের শুভেচ্ছাবার্তা, বিরাটের সঙ্গে কেক কাটা, মুভি ডেট সব কিছুর ব্যস্ততায় মিস্টার বচ্চনকে ধন্যবাদ জানাতেই ভুলে যান মিসেস কোহলি। উত্তর না পেয়ে কী করলেন অমিতাভ?
অনুষ্কার জন্মদিনের পরদিন অমিতাভ ট্যুইট করেন অনুষ্কা বোধহয় তাঁর টেক্সট মেসেজ পাননি। প্রায় সঙ্গে সঙ্গেই লাইক আর রিট্যুইটের বন্যা।
advertisement
Big B Tweet Big B Tweet
পরে অনুষ্কা ধন্যবাদ জানিয়ে ট্যুইটের উত্তর দেন। লজ্জিত হয়ে জানান টেক্সট মেসেজেরও জবাব দিতে যাচ্ছিলেন তিনি।
advertisement
Anushka Sharma Tweet Anushka Sharma Tweet
যাই হোক। টুইটারও থেমে থাকেনি। এমন এক মজার ঘটনায় ফানি রিঅ্যাশন দিয়েছে টুইটার। এর আগে একই ভাবে অমিতাভের শুভেচ্ছাবার্তা মিস করে গিয়েছিলেন সোনম কাপুর ও রণবীর সিং। তাদেরও এইভাবেই টুইটারে হালকা ধমকে দিয়েছিলেন বিগ বি। এবারের টুইট তাই বলিউডের তরুণ তুর্কিদের হুঁশিয়ারিও বটে। জন্মদিন যতই উপভোগ করো, বচ্চন স্যর-এর শুভেচ্ছার জবাব না দেওয়ার সাহস করো না!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কা জবাব দেননি বার্থডে উইশের, ট্যুইটারে ধমকে দিলেন বিগ বি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement