Badhaai Do Box Office Collections: LGBTIQA+ সম্প্রদায়ের ভালোবাসায় বক্স অফিসে সফল রাজকুমার-ভূমির 'বধাই দো'!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Badhaai Do: পারিবারিক বিনোদনমূলক এই সিনেমাটিকে সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তির দিনেই প্রথম LGBTQI চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
#মুম্বই: রাজকুমার রাও (Rajkummar Rao) এবং ভূমি পেডনেকার (Bhumi Pednekar) অভিনীত ‘বধাই দো’ (Badhaai Do) গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। বিষয়ের অনন্যতা এবং অনবদ্য অভিনয়ের জন্য ইতিমধ্যেই প্রশংসিত এই চলচ্চিত্র। এই প্রথম রাজকুমার এবং ভূমি একসঙ্গে বড়পর্দায় কাজ করেছেন। শুধু বিষয়ে নয়, ব্যবসাতেও ভালো ছাপ ফেলেছে এই চলচ্চিত্র। প্রেক্ষাগৃহ বাদেই (non-theatrical collections) এখনও ৫৫ কোটি টাকা আয় করেছে এই চলচ্চিত্র (Badhaai Do Box Office Collections)।
বধাই দো চলচ্চিত্র নির্মাতাদের জন্য বেশ লাভজনক চলচ্চিত্র হিসেবেই দেখা দিয়েছে। সিনেমার বাজেটের ৭৪ শতাংশ মুনাফা অর্জন করেছে বধাই দো। সিনেমার ব্যাপক প্রচারের কারণেই সম্ভবত চলচ্চিত্রটি এখনও পর্যন্ত সফলভাবে চলছে সিনেমাহলে এবং অন্যান্য সিনেমার মুক্তি সত্ত্বেও আরও বেশ কিছুকাল বক্স অফিসে (Badhaai Do Box Office Collections) বধাই দো’র আধিপত্য থাকবে বলেই আশা করা হচ্ছে। চলতি বছরে বক্স অফিসে অভূতপূর্ব লাভের মুখ দেখেছে এই সিনেমা।
advertisement
advertisement
সূত্রের খবর, “কোভিড বিধিনিষেধ এবং সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক ক্ষমতা বিবেচনা করেও ‘বধাই দো’ অত্যন্ত ভালো ব্যবসা করছে। উৎপাদন খরচ (COP), পিআর এবং বিপণনের খরচ ৩৫ কোটি টাকা, সিনেমাটি নন-থিয়েট্রিকাল সংগ্রহ থেকেই ৫৫ কোটি টাকা উপার্জন করেছে, এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয়।”
advertisement
পারিবারিক বিনোদনমূলক এই সিনেমাটিকে সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তির দিনেই প্রথম LGBTQI চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
এর আগে News18.com-এর সঙ্গে একটি কথোপকথনে, ভূমি পেডনেকার LGBTIQA+ সম্প্রদায়ের (LGBTIQA+ community) তরফে বধাই দো সিনেমার জন্য যে ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন সে বিষয়ে কথা বলতে গিয়ে জানান, “যে প্রতিক্রিয়া আমি পেয়েছি তা ভালোবাসার অন্য নাম বলা যায় এবং আমি এই নিয়ে অত্যন্ত গর্বিত। সিনেমাটি মুক্তির পর থেকেই এলজিবিটিকিউআই সম্প্রদায়ের মানুষ সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই ধরনের বিষয়ের উপর সৎ উপস্থাপনা চিত্রিত করার জন্য ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে পোস্টও হয়েছে প্রচুর।”
advertisement
“অনেক মানুষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমাদের জানিয়েছেন যে তাঁরা প্রকাশ্যে এসে পরিবারের সঙ্গে সরাসরি কথা বলার জন্য কিছুটা সাহস পেয়েছে। কিছু অভিভাবক রয়েছেন যারা আগে সমকামিতাকে সমর্থন না করার জন্য তাঁদের সন্তানদের কাছে ক্ষমাও চেয়েছেন। আমি সহজে কাঁদি না কিন্তু যখন আমি এই সংক্রান্ত কোনও পোস্ট বা মেসেজ পড়েছি বহুবারই আমার চোখ ভিজে গিয়েছে। তাই সব মিলিয়ে প্রতিক্রিয়া আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা শুধু এমন একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম যা এই বিশ্বকে আরও সহনশীল করে তুলবে,” বলন ভূমি পেডনেকার।
advertisement
হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এবং অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী রচিত, ‘বধাই দো’ (Badhaai Do Box Office Collections) ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 3:50 PM IST
