দোলনা কাছে আসতেই ফুটে উঠল আধা ঢাকা শরীর, স্পষ্ট হল অন্তর্বাস, ভাইরাল ভূমি
- Published by:Pooja Basu
Last Updated:
আলো আঁধারিতে দোলনায় দোল খাচ্ছেন ভূমি পেডনেকর৷ একটা হাল্কা-পাতলা কাপড়ে ঢেকে রয়েছে শরীর৷
#মুম্বই: বলিউড সুন্দরী ভূমি পেডনেকর৷ অভিনয়ের দাপটে তিনি বহু নায়িকাকে পিছনে ফেলে দিতে পারেন৷ জোর লাগাকে হাইসা ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি৷ সেই সময় তিনি চর্চায় ছিলেন তাঁর স্থুলতার জন্য৷ ছবির প্রয়োজনে এমন করতে হয়েছিল তাঁকে৷ এরপর ভূমির ঝরঝরে চেহারায় নজর কাড়েন৷ সঙ্গে তাঁর অভিনয় দক্ষতাও জোড়াল৷ এখন তিনি কাটিয়েছেন ছুটি৷ আর সেখানেও বিকিনিতে মাতিয়ে দিয়েছেন৷ সুন্দরীর থেকে কোনওভাবে চোখ ফেরানো যাচ্ছে না৷ আলো-আঁধারিতে দোলানায় দুলছেন তিনি৷ সামনে আসতেই ফুটে উঠছে তাঁর মেদহীন চেহারা৷
advertisement
মেক্সিকোর টুলুমে বেড়াতে গিয়েছেন ভূমি৷ খুবই সুন্দর জায়গা৷ এবং অবশ্যই সমুদ্র সর্বস্ব এই শহর৷ সেখানেই ছুটিতে বলিউড নায়িকা৷ নিজেই পোস্ট করেছেন সেই ছবি৷ বছরের শুরুতে এভাবে মনোরম পরিবেশে কাটাচ্ছেন তিনি৷ নিজেই লিখেছেন, নতুন বছরের এ’কটা দিন যেভাবে কাটছে...আর তারই সঙ্গে একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন৷ যেহেতু সমুদ্র তাই খোলামেলা পোশাক পরেছেন ভূমি এবং তাঁকে মানিয়েও গিয়েছে৷ কখনও সমুদ্রে বিকিনি পরে ঢেউ পার করছেন তো কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা৷ তবে সব থেকে যেটা নজর কেড়েছে সেটা হল দোলনায় দোলা৷
advertisement
advertisement
আলো আঁধারিতে দোলনায় দোল খাচ্ছেন ভূমি পেডনেকর৷ বিকিনির উপর পরেছেন শ্রাগ৷ একটা হাল্কা-পাতলা কাপড়ে ঢেকে রয়েছে শরীর৷ দোল খেয়ে সামনের দিকে আসতেই স্পষ্ট হচ্ছে মেদহীন টানটান শরীর৷ সেখানেই ফুটে উঠছে তাঁর বিকিনি৷ অদ্ভূত এক মায়ার জগত তৈরি করেছেন ভূমি এই ছবিতে৷ তাই তো সব ছবির মধ্যে এটাতেই বেশি লাইক ও কমেন্ট এসেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 5:31 PM IST