বয়সকালে স্মার্টফোন ব্যবহার নিয়ে বেহাল ভুবনবাবু! কলকাতায় আসছে নতুন ‘কার্টুন’ সিনেমা

Last Updated:

Bhubanbabur Smartphone : ছবির শুরুতেই তাঁর হাতের জাদুর সঙ্গে মিশেছে উপল সেনগুপ্তের গান

#কলকাতা: ভুবন রায় একজন আঞ্চলিক অফিসের অ্যাকাউন্টস কেরানি। অফিসের নাম 'রাজলক্ষ্মী এগ্রো লিমিটেড'। তাঁর বয়স ৫৮। একজন আন্তরিক ব্যক্তি। অফিসে নিয়মিত পোশাক হিসেবে ধুতি এবং পাঞ্জাবি পরতে পছন্দ করেন। কম্পিউটার, মোবাইল এবং অন্যান্য প্রযুক্তিগতভাবে চালিত আধুনিক গ্যাজেট থেকে দূরেই তিনি ভাল রয়েছেন। তিনি সময় করে একবার রেডিও শুনতে চলে যান। অফিসে টাইপরাইটারে আঙ্গুল চালান। তিনি একজন গোঁড়া মানুষ।
রাতুল সরকার তাঁর অফিসে আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে বদলি হলে তারজন্য জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে এই এলিয়েন গ্যাজেট ভুবনের জীবনে সমস্যা আনতে শুরু করে। এরমধ্যেই রাতে তাঁর বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে যায় ফোন। সেইখান থেকেই গল্প পায় নতুন মোড়।
advertisement
advertisement
এতক্ষণ গল্প হচ্ছিল "ভুবনবাবুর স্মার্টফোন"-এর। শুক্রবার শহরের এক সিনেমা হলে ছবির প্রিমিয়ার হয়ে গেল। উপস্থিত ছিলেন পরিচালক প্রণবেশ চন্দ্র এবং শান্তনু বসু। 'চন্দ্রকোণ' প্রোডাকশন হাউসের পরবর্তী প্রজেক্ট এটি। মূল চরিত্রে অভিনয় করবেন চিন্তা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার এবং আরও অনেকে।
প্রসঙ্গত, এই প্রথম বার উপলের গানে মিশে গেল দেবাশিস দেবের কার্টুন ইলাস্ট্রেসন ৷ ভুবনবাবুর স্মার্টফোন-এ গান বলতে একটাই, ছবির শীর্ষ সঙ্গীত। একটু অন্য ধারার ছবি, তাই শুরুটাও অন্য ধারার। টাইটেল কার্ড থেকে সেই অন্যরকম ব্যাপার শুরু। অলঙ্করণ-কার্টুন এর দুনিয়ায় দেবাশিস দেব এক বিশেষ নাম । ছবির শুরুতেই তাঁর হাতের জাদুর সঙ্গে মিশেছে উপল সেনগুপ্তের গান।
advertisement
ভুবনবাবুর স্মার্টফোন ছবির টাইটেল মিউজিক কম্পোজ করেছেন বিশিষ্ট গায়ক-সুরকার উপল সেনগুপ্ত। যিনি নিজে ছবিও আঁকেন, কাগজ কেটে বানিয়ে ফেলেন হরেক রকম জিনিস। প্রণবেশ চন্দ্র মূলত বিজ্ঞাপন জগতের মানুষ। গ্রাফিক আর্টিস্ট হিসাবে কাজ শুরু করে পরে বিজ্ঞাপন, স্বল্প দৈর্ঘ্যের ছবি এমনকি ফিচার ছবি 'চার দিকের গল্প' তৈরি করেন।ভুবনবাবুর স্মার্ট ফোন তাঁর নির্দেশনায় দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়সকালে স্মার্টফোন ব্যবহার নিয়ে বেহাল ভুবনবাবু! কলকাতায় আসছে নতুন ‘কার্টুন’ সিনেমা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement