Film Industry Crime: কাজ দেওয়ার অছিলায় হোটেলে ডেকে ধর্ষণ! অভিনেত্রীর অভিযোগে তোলপাড় ইন্ডাস্ট্রি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কাজ দেওয়ার অজুহাতে এক অভিনেত্রীকে ইন্টারভিউয়ের জন্য হোটেলে ডেকে পাঠানো হয়৷ তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
নয়াদিল্লি: কাজ দেওয়ার অজুহাতে এক অভিনেত্রীকে ইন্টারভিউয়ের জন্য হোটেলে ডেকে পাঠানো হয়৷ তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এমনই এক ঘটনা সামনে এসেছে ভোজপুরী ইন্ডাস্ট্রি থেকে৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, কয়েক দিন আগে মহেশ পান্ডে নামে একজন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ যিনি ওই অভিনেত্রীকে জানান যে, তিনি ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এবং অভিনেত্রীকে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সাহায্য করবেন৷ গত ২৯শে জুন নির্যাতিতার ইন্টারভিউ নেওয়ার অজুহাতে উদ্যোগ বিহার এলাকার একটি হোটেলে ডাকা হয় তাঁকে। মেয়েটি এখানে পৌঁছলে অভিযুক্তরা ঘর বুক করে।
advertisement
advertisement
অভিনেত্রী সেখানে পৌঁছলে তাঁকে প্রথমে তাঁকে কিছু প্রশ্ন করা হয়৷ মাত্র কয়েকটি প্রশ্ন করেই নাকি মহেশ মদ্যপান করতে শুরু করেন৷ এরপর যুবতী সেখান থেকে চলে যেতে চাইলে অভিযুক্তরা তাঁকে জোর করে ধরে রাখে এবং ধর্ষণ করে বলে অভিযোগ৷
advertisement
প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করে খুনের হুমকি দেয়। অভিনেত্রীর আরও অভিযোগ, সুভাষ নামে একটি ভুয়ো আইডি দিয়ে হোটেলে একটি ঘর বুক করেছিল অভিযুক্তরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 3:47 PM IST