Bhaswar Chatterjee : 'রাত ১০টায় ঘুমোতে যাই বলে লোকে হাসে', ভাস্বরের ফিটনেসে মুগ্ধ কলকাতা পুলিশও
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bhaswar Chatterjee: ভাস্বর জানান, সুস্থ থাকতে অনেক কিছু ত্যাগ করেছেন তিনি।
#কলকাতা: অভিনেতাদের বরাবরই ফিটনেস নিয়ে সচেতন থাকতে হয় একটু বেশিই। মঞ্চই হোক বা পর্দা, যে কোনও অভিনেতার শারীরিক ভাবে সুস্থ থাকাটা তাঁর কাজের মধ্যেই পড়ে। তাই ব্যস্ততার মধ্যেও ডায়েট ও শরীরচর্চাতেও বিশেষ মনোযোগ দিতে হয় তাঁদের। ব্যতিক্রম নন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও। আর তাঁর ফিটনেস দেখে মুগ্ধ হলেন স্বয়ং পুলিশ আধিকারিকরা।
ভাস্বর নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, তাঁর ফিটনেসে মুগ্ধ পুলিশ আধিকারিকরা। আর বিষয়টিতে বেশ আনন্দিত খোদ অভিনেতাও। দুজন পুলিশ আধিকারিকের সঙ্গে ছবি শেয়ার করে একটি লম্বা পোস্ট লিখেছেন ভাস্বর।
ভাস্বর লিখছেন, "আজ সত্যি খুব খুশি হলাম একটা দারুণ প্রশংসা পেয়ে। কলকাতা পুলিশ আধিকারিকরা স্বয়ং আমায় বললেন আপনার ফিটনেস দেখে হিংসে হয়। আমার এত নিয়মে থাকার ফল আজ পেলাম। অনেক কিছুকে ত্যাগ করার ফল পেলাম।"
advertisement
advertisement

ভাস্বর জানান, সুস্থ থাকতে অনেক কিছু ত্যাগ করেছেন তিনি। বেশ কঠিন রুটিন মেনে চলেন, ঘুমোতে যান রাত ১০টার মধ্যে। আর তার জন্য অনেকে হাসাহাসিও করেন। ভাস্বর লিখছেন, "আমার আশপাশে সবাই আমায় নিয়ে মজা করে আমি রাত ১০টায় ঘুমোতে যাই বলে। অবাক হয়ে জিজ্ঞেস করে সকাল ছটার মধ্যে উঠে পড়ে কী কর? ডিসিপ্লিনড লাইফের মজাই আলাদা।"
advertisement
আরও পড়ুন- কলকাতার খোলা রাস্তায় বসে পঙ্কজ ত্রিপাঠী! ভ্যানিটি ভ্যান ছাড়াই সারলেন শ্যুটিং, ভাইরাল ছবি
কলকাতা পুলিশ আয়োজিত অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন ভাস্বর। সেই সূত্রেই দেখা পুলিশ আধিকারিকদের সঙ্গে। তখনই তাঁর ফিটনেসের প্রশংসা করেন পুলিশ আধিকারিকরা। ভাস্বর এও লেখেন যে, এই ক্যাম্পেনের অংশ হতে পেরেও তিনি খুশি। প্রসঙ্গত, স্টার জলসার ধারাবাহিক গোধূলি আলাপে অভিনয় করছেন ভাস্বর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2022 9:42 PM IST