এনা সাহার বাড়িতে একসঙ্গে হল ভাই ও বোনফোঁটা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নিজের দুই তুতো ভাই ছাড়াও এনার সবচেয়ে কাছের ভাই অভিনেতা আর্য তাঁর কাছ থেকে ভাইফোঁটা নেয়।
মানস বসাক, কলকাতা: অভিনেত্রী এনা সাহার বাড়িতে প্রতি বছরের মত এ বছরও জমজমাট ভাইফোঁটা। এনা ভাতৃদ্বিতীয়ার তিথি পড়ার সঙ্গে সঙ্গে বুধবারেই তাঁর সন্তোষপুরের বাড়িতে ভাইফোঁটা সারেন। নিজের দুই তুতো ভাই ছাড়াও এনার সবচেয়ে কাছের ভাই অভিনেতা আর্য তাঁর কাছ থেকে ভাইফোঁটা নেয়।
সেই সঙ্গে বোন ডোনাকেও এনা বোনফোঁটা দেয়। এনা মনে করে যে, ভাই, বোন যারাই কাছের মানুষ তাঁদের সুরক্ষার্থে ও ভালবাসার স্বার্থে ফোঁটা দেওয়া যেতেই পারে। তাই ভাইদের ফোঁটা দেওয়ার পাশাপাশি এনা বোনকেও ফোঁটা দেয়।
advertisement
ভাইফোঁটা মানে এনার কাছে বিশেষ সেলিব্রেশন। আড্ডা , গান বাজনা আর তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। এনা নিজে মিষ্টি খেতে ভালবাসে, তাই হরেক রকমের মিষ্টি আনা হয় এই দিন। তবে প্রতিবছর বাহারি আমিষ খাবারের আয়োজন থাকলেও এ বছর বাড়িতে বিশেষ পুজো থাকায় ভুরিভোজের তালিকায় ছিল সব নিরামিষ পদ।
advertisement

এনা, ডোনা এবং বাকি ভাইদের মধ্যে সারা বছরই খুনসুটি লেগে থাকে। ঝগড়া বিবাদ সবটাই হয়। আর ভাইফোঁটার দিন সেগুলো সবার সামনে তারা ভাগ করে নেন এবং হাসির ছলে সেগুলো মিডিয়ার সামনেও তুলে ধরেন। আর এনা সকলের মধ্যে বড় হওয়ায় উপহার দেওয়ার দায়িত্ব মোটামুটি তাঁর ঘাড়েই বর্তায় । ভাই বোন সকলকেই বড় দিদি হিসেবে এনা নানা গিফট দেন। আর ভাইরা কিছু সারপ্রাইজ গিফট দেবে তারই প্রতিশ্রুতি দেয় এইদিন । সব মিলিয়ে এনা সাহার বাড়িতে জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 7:29 AM IST