Viral Song: রফির 'গলায়' বেশরম রং গানে নাচছেন শাম্মি কাপুর, এই ভিডিও না দেখলে আপনার জীবন বৃথা!

Last Updated:

Besharam Rang Viral Song: কী মারাত্মক এক ভার্সান তৈরি করেছেন বেশরম রংয়ের, শুনে এমনই মন্তব্য নেটিজেনের।

রফির 'গলায়' বেশরম রং গানে নাচছেন শাম্মি কাপুর!
রফির 'গলায়' বেশরম রং গানে নাচছেন শাম্মি কাপুর!
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। আর সেই ছবির 'বেশরম রং' গানটি তো এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গান। যেমন প্রশংসা পেয়েছে গানটি, তেমনই বিতর্ক চলেছে তা নিয়ে। মুক্তির ১৭ দিনের মধ্যে ছবিটি প্রায় সাড়ে চারশ কোটি টাকা রোজগারও করেছে ফেলেছে দেশে।
সোশ্যাল মিডিয়ায় পাঠান নিয়ে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতদিন পর বড় পর্দায় শাহরুখকে ফিরে পেয়েও খুশি ভক্তরা। তবে এরই মধ্যে সঙ্গীত প্রযোজক যশরাজ মুখাতে করেছেন দারুণ কাণ্ড। বেশরম রং-এর এক অদ্ভুত ভার্সন তৈরি করে আপাতত 'টক অফ দ্য টাউন' যশরাজ। কী মারাত্মক এক ভার্সান তৈরি করেছেন বেশরম রংয়ের, শুনে এমনই মন্তব্য নেটিজেনের।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!
ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন যশরাজ। বেশরম রং যদি ৬০-এর দশকে তৈরি হত, তাহলে কেমন হত সেই গান। তার সঙ্গে যদি সেই গানে থাকতেন শাম্মি কাপুর, তাহলেই বা তার নাচ কেমন হত। গোটাটাই একটি ভিডিওতে তুলে ধরেছেন যশরাজ। ধীর গতিতে মহম্মদ রফির কণ্ঠস্বরের মতো গানে এবং স্যাড ভার্সনে শাম্মি কাপুরের নাচের সঙ্গে ভিডিওটি তৈরি করে নজর কেড়েছেন যশরাজ। উফফ মন ভাল করা এই ভিডিও না দেখলে যেন সত্যিই জীবন বৃথা, মত নেটপাড়ার বাসিন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Song: রফির 'গলায়' বেশরম রং গানে নাচছেন শাম্মি কাপুর, এই ভিডিও না দেখলে আপনার জীবন বৃথা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement