Bengaluru Rave Party: মাদক পার্টি ঘিরে রহস্য! গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bengaluru Rave Party: হেমা যখন উপস্থিত হন, তখন দেখা যায়, তাঁর পরনে রয়েছে বোরখা। মূলত নিজের পরিচয় গোপন রাখার জন্য অভিনেত্রীর এহেন বেশভূষা ছিল।
কয়েক সপ্তাহ আগেই বেঙ্গালুরুর বুকে এক মাদক পার্টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এমনকী সেই পার্টিতে নাম জড়িয়েছে দুই তেলুগু অভিনেত্রীরও। এঁদের মধ্যে হেমা নামে এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের পর সোমবার গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)।
সূত্রের খবর, সোমবার সিসিবি-র তরফে জিজ্ঞাসাবাদ করার জন্য হেমা নামে ওই তেলুগু অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি যখন উপস্থিত হন, তখন দেখা যায়, তাঁর পরনে রয়েছে বোরখা। মূলত নিজের পরিচয় গোপন রাখার জন্য অভিনেত্রীর এহেন বেশভূষা ছিল। তবে তাঁর জবাব তেমন সন্তোষজনক না হওয়ায় হেমাকে গ্রেফতার করেছে সিসিবি।
গত ১৯ মে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাছে একটি ফার্মহাউজে আয়োজিত হয়েছিল ওই মাদক পার্টি। এরপর গত ২২ মে নাগাদ ওই পার্টিতে যোগ দেওয়া কমপক্ষে ৮৬ জনের মাদক সেবন টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। যা নিয়ে শুরু ঘনিয়েছে তীব্র বিতর্ক।
advertisement
advertisement
ওই মাদক পার্টিতে অভিযান চালিয়েছিল কর্নাটক পুলিশের অ্যান্টি-নার্কোটিক্স ডিভিশন। অভিযোগ, ওই পার্টিতে ছিলেন ৭৩ জন পুরুষ এবং প্রায় ৩০ জন মহিলা। এঁদের মধ্যে ছিলেন দুই তেলুগু অভিনেত্রীও। তাঁদের নাম হেমা এবং আশি রায়।
advertisement
ওই ঘটনার পরে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন যে, “বেঙ্গালুরুর ফার্ম হাউজে আয়োজিত ওই মাদক পার্টিতে আগত অতিথিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রায় একশো জনেরও বেশি অতিথির আগমন ঘটেছিল ওই পার্টিতে। এর মধ্যে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থল থেকে একাধিক রকম মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে।”
advertisement
বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন যে, যাঁরা ওই পার্টিতে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই কর্নাটকের বাইরে থেকে এসেছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, হায়দরাবাদের বাসু নামে এক ব্যক্তিই নিজের জন্মদিন উপলক্ষে ওই পার্টির আয়োজন করেছিলেন। গত ১৮ মে বিকাল ৫টা থেকে শুরু হয়েছিল পার্টি। আর তা চলেছিল পরের দিন অর্থাৎ ১৯ মে ভোর ৬টা পর্যন্ত। ওই মাদক পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ (এক্সট্যাসি) পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো গাঁজা, কোকেন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তা-ই নয়, এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দামি দামি বিলাসবহুল গাড়ি, আলো এবং সাউন্ড-সহ মোট ১.৫ কোটি টাকা মূল্যের ডিজে সরঞ্জামও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 12:25 PM IST