Sonu Nigam: পহেলগাঁও প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য! সোনুর বিরুদ্ধে FIR দায়ের, বিপাকে গায়ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sonu Nigam: সোনুর বিরুদ্ধে কন্নড় ভাষা এবং এবং কন্নড় মানুষদের ভাষা সংগ্রামকে সন্ত্রাসবাদের এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে তুলনা করার অভিযোগ আসে। উল্লেখ করা হয়েছে যে, তিনি বিভিন্ন ভাষাগত গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন।
বেঙ্গালুরুতে একটি কনসার্টে বিতর্কিত মন্তব্যের জন্য গায়ক সোনু নিগমের বিরুদ্ধে ২৭ এপ্রিল একটি এফআইআরটি দায়ের করা হয়েছে। অবলাহল্লি পুলিশ স্টেশনে এফআইআরটি কর্ণাটক রক্ষণা বেদিক গ্রুপের অভিযোগের পর দায়ের করা হয়েছে। সেটি ৩৫২ ধারা (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান)-র অধীনে করা হয়েছে।
সোনুর বিরুদ্ধে কন্নড় ভাষা এবং এবং কন্নড় মানুষদের ভাষা সংগ্রামকে সন্ত্রাসবাদের এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে তুলনা করার অভিযোগ আসে। উল্লেখ করা হয়েছে যে, তিনি বিভিন্ন ভাষাগত গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করেন।
বিতর্কটি শুরু হয় যখন সোনু তাঁর পারফরম্যান্সের সময় এক শ্রোতাকে তিরস্কার করেন। জানা যায়, সেই শ্রোতা গায়ককে কন্নড় গান গাওয়ার অনুরোধ করেছিলেন। অভিযোগ, তিনি শ্রোতার মানসিকতাকে পহেলগাঁওয়ে আক্রমণের জন্য দায়ী সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করেন।
advertisement
advertisement
সোনু দাবি করেন যে, অনুরোধটি ‘হুমকিস্বরূপ’ এবং বলেন, “ওই ছেলেটির যা বয়স, তার আগে থেকে আমি কন্নড় গান গাইছি। ‘কন্নড় কন্নড়’ বলে ও আমাকে হুমকি দিচ্ছিল। পহেলগাঁওয়ে যা হয়েছে, তার একটা কারণ কি এটাও নয়? সামনে দেখো কে দাঁড়িয়ে। কন্নড় ভাষাভাষীর মানুষদের আমি ভালবাসি। পুরো পৃথিবীতে আমি যেখানেই যাই, সকলকে বলি, ১৪ হাজার শ্রোতার মাঝে একজনও যদি কন্নড় ভাষার মানুষ থাকেন, আমি তাঁর জন্য কিছু লাইন কন্নড় ভাষায় গাই। আমি আপনাদের এতটাই ভালবাসি। শ্রদ্ধা করি। আপনাদেরও এমন আচরণ করা উচিত নয়।”
advertisement
সোনুর এই মন্তব্য শীঘ্রই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্তব্যগুলি কন্নড় ভাষাভাষীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে নিন্দিত হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 3:39 PM IST