Bengali TRP Wk 33: বিনোদনের টানটান সপ্তাহে বাজিমাত পরশুরামের! মহাসপ্তাহে চিরসখা, পরিণীতা-কে জোর টক্কর দিয়ে বাংলার ফার্স্ট বয়, দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান ধরে রেখেছে, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি। নারীকেন্দ্রিক গল্পের প্রেক্ষিতে এই ধারাবাহিকের প্রথম স্থানে উঠে আসা নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। যদিও এই ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে তিনি বিশেষ মাথা ঘামান না। তবে প্রথম হলে অবশ্যই তিনি খুশি। এই সপ্তাহে ৭ পেয়ে প্রথম স্থানে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ অভিনীত এই ধারাবাহিক।
কলকাতা: মূলত মাসের দ্বিতীয় রবিবারেই ছুটি পেয়ে থাকেন ধারাবাহিকের অভিনেতারা। কিন্তু, এই বছরের অগাস্ট হতে চলেছে একটু আলাদা। একটা বাড়তি ছুটি পেটে চলেছে অভিনেতারা। স্বাধীনতা দিবসে বন্ধ ছিল শুটিং। তাই একদিন দেরি করে সামনে এল টিআরপি। বিভিন্ন ধারাবাহিকের মধ্যে এই সপ্তাহে কোন ধারাবাহিক পেল কত নম্বর?
বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান ধরে রেখেছে, ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। নারীকেন্দ্রিক গল্পের প্রেক্ষিতে এই ধারাবাহিকের প্রথম স্থানে উঠে আসা নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। যদিও এই ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে তিনি বিশেষ মাথা ঘামান না। তবে প্রথম হলে অবশ্যই তিনি খুশি। এই সপ্তাহে ৭ পেয়ে প্রথম স্থানে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ অভিনীত এই ধারাবাহিক।
advertisement
প্রথম পাঁচের লড়াইয়ে যে হাড্ডাহাড্ডি হচ্ছে তা এই সপ্তাহের টিআরপিতেই স্পষ্ট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘চিরসখা’। ৬.৯ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই দুই ধারাবাহিক। রাজনন্দিনী পাল অভিনীত রাণী ভবানী অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু, ‘চিরসখা’ এগিয়ে এসেছে।
advertisement
তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিকের মাঝে অনেকটাই পিছিয়ে ছিল ‘পরিণীতা’। তবে এখন ‘জগদ্ধাত্রী’ সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চলছে এই ধারাবাহিকের। এই দুই ধারাবাহিকই পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। এই ধারাবাহিক পেয়েছে ৬.১। প্রথম পাঁচে জায়গা না পেলেও এই সপ্তাহে ফের ‘স্লট লিডার’ তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 5:51 PM IST