Bengali TRP Wk 33: বিনোদনের টানটান সপ্তাহে বাজিমাত পরশুরামের! মহাসপ্তাহে চিরসখা, পরিণীতা-কে জোর টক্কর দিয়ে বাংলার ফার্স্ট বয়, দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে

Last Updated:

বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান ধরে রেখেছে, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি। নারীকেন্দ্রিক গল্পের প্রেক্ষিতে এই ধারাবাহিকের প্রথম স্থানে উঠে আসা নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। যদিও এই ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে তিনি বিশেষ মাথা ঘামান না। তবে প্রথম হলে অবশ্যই তিনি খুশি। এই সপ্তাহে ৭ পেয়ে প্রথম স্থানে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ অভিনীত এই ধারাবাহিক।

কোন ধারাবাহিক উঠে এল প্রথমে?
কোন ধারাবাহিক উঠে এল প্রথমে?
কলকাতা: মূলত মাসের দ্বিতীয় রবিবারেই ছুটি পেয়ে থাকেন ধারাবাহিকের অভিনেতারা। কিন্তু, এই বছরের অগাস্ট হতে চলেছে একটু আলাদা। একটা বাড়তি ছুটি পেটে চলেছে অভিনেতারা। স্বাধীনতা দিবসে বন্ধ ছিল শুটিং। তাই একদিন দেরি করে সামনে এল টিআরপি। বিভিন্ন ধারাবাহিকের মধ্যে এই সপ্তাহে কোন ধারাবাহিক পেল কত নম্বর?
বেশ কিছু সপ্তাহ ধরেই প্রথম স্থান ধরে রেখেছে, ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। নারীকেন্দ্রিক গল্পের প্রেক্ষিতে এই ধারাবাহিকের প্রথম স্থানে উঠে আসা নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। যদিও এই ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে তিনি বিশেষ মাথা ঘামান না। তবে প্রথম হলে অবশ্যই তিনি খুশি। এই সপ্তাহে ৭ পেয়ে প্রথম স্থানে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ অভিনীত এই ধারাবাহিক।
advertisement
প্রথম পাঁচের লড়াইয়ে যে হাড্ডাহাড্ডি হচ্ছে তা এই সপ্তাহের টিআরপিতেই স্পষ্ট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ এবং ‘চিরসখা’। ৬.৯ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই দুই ধারাবাহিক। রাজনন্দিনী পাল অভিনীত রাণী ভবানী অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু, ‘চিরসখা’ এগিয়ে এসেছে।
advertisement
তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিকের মাঝে অনেকটাই পিছিয়ে ছিল ‘পরিণীতা’। তবে এখন ‘জগদ্ধাত্রী’ সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চলছে এই ধারাবাহিকের। এই দুই ধারাবাহিকই পেয়েছে ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। এই ধারাবাহিক পেয়েছে ৬.১। প্রথম পাঁচে জায়গা না পেলেও এই সপ্তাহে ফের ‘স্লট লিডার’ তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali TRP Wk 33: বিনোদনের টানটান সপ্তাহে বাজিমাত পরশুরামের! মহাসপ্তাহে চিরসখা, পরিণীতা-কে জোর টক্কর দিয়ে বাংলার ফার্স্ট বয়, দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement