Bengali Serial TRP: 'জগদ্ধাত্রী'কে জোর টক্কর 'ফুলকি'র! শেষ হাসি কে হাসল? বিরাট চমক টিআরপিতে

Last Updated:

Bengali Serial TRP: এই সপ্তাহেও সেরার সেরা ‘জগদ্ধাত্রী’। ৫০০ পর্ব পেরিয়েও মেগার জনপ্রিয়তা অটুট। পরতে পরতে চমকে ঠাসা এই মেগা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।

কলকাতা: এই সপ্তাহেও সেরার সেরা ‘জগদ্ধাত্রী’। ৫০০ পর্ব পেরিয়েও মেগার জনপ্রিয়তা অটুট। পরতে পরতে চমকে ঠাসা এই মেগা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে গত বছরের শেষ দিকেই বহু দিনের টিআরপি টপার খেতাব জেতা মেগা ‘অনুরাগের ছোঁয়া’ সেই লড়াই থেকে ছিটকে গেলেও সেরা পাঁচে জায়গা করে নিয়েছে মেগা। এই সপ্তাহে মেগা পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, ফুলকি দ্বিতীয় স্থানে নিজের জায়গা বজায় রেখেছে। তৃতীয়তে ‘গীতা LLB’, ‘নিম ফুলের মধু’ এবার নেই সেরা তিনে। চতুর্থতে জায়গা করে নিয়েছে। অন্যদিকে নজরকেড়েছে কথা। স্লট না পেলেও ষষ্ঠতে নিজের জায়গা করে নিয়েছে স্থান এই মেগা।
advertisement
advertisement
অন্যদিকে,  ‘সন্ধ্যাতারা’  সপ্তমে। তবে এবার গ্রাম প্রধান হবে সন্ধ্যা, শ্বশুরের সঙ্গে সন্ধ্যার লড়াই কী মেগার টিআরপিকে পৌঁছে দেবে সেরা পাঁচে সেটাই এখন দেখার।
অপরাজিতা আঢ্য সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’ এই সপ্তাহে পেয়েছে ৬.৭ নম্বর। সেখানে কোজাগরীর ঘরে আসছে নতুন বউমা, নতুন বৌ হলেও সে কোজাগরীর খুব কাছের। কিন্তু বিয়ের পর কি বদলে যাবে সমীকরণ নাকি আগের মতোই সব বিপদে সে থাকবে কোজাগরীর পাশে? সেটাই দেখার। আর এর ফলে কী বাড়বে মেগার নম্বর সেটাইও দেখার বিষয়। অন্য দিকে, তোমাদের রাণী-ও কোনওরকমে টিকে টিআরপি-র দৌড়ে, জায়গা করে নিয়েছে সেরা নবমে। দশম স্থানে যুগ্ম জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘লাভ বিয়ে আজকাল’।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমজগদ্ধাত্রী
দ্বিতীয় ফুলকি
তৃতীয়গীতা LLB
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমঅনুরাগের ছোঁয়া
ষষ্ঠকথা
সপ্তমকোন গোপনে মন ভেসেছে, সন্ধ্যাতারা
অষ্টমজল থই থই ভালোবাসা
নবমতোমাদের রাণী
দশমকার কাছে কই মনের কথা,  Love বিয়ে আজকাল
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: 'জগদ্ধাত্রী'কে জোর টক্কর 'ফুলকি'র! শেষ হাসি কে হাসল? বিরাট চমক টিআরপিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement