Bengali Singer Rajdeep Ghosh: বাংলার রাজদীপ এখন 'ছোট্ট বাপ্পিদা', কারণ জানলে চমকে যাবেন! চেনেন এই খুদেকে?

Last Updated:

Bengali Singer Rajdeep Ghosh: ছোট্ট বাপ্পি লাহিড়ি বলেই পরিচিতি রাজদীপ! সারা দেশের মানুষকে সঙ্গীতে আশার আলো দেখাচ্ছে বাংলার ছেলে।

+
রাজদীপ

রাজদীপ ঘোষ না ছোট বাপিদা?

হাওড়া: ছোট্ট বাপ্পি লাহিড়ী বলেই পরিচিতি! সারা দেশের মানুষকে সঙ্গীতে আশার আলো দেখাচ্ছে বাংলার রাজদীপ! অল্প বয়সেই একের পর এক বিখ্যাত টেলিভিশন শো তে অংশগ্রহণ। তাতে আরও জনপ্রিয়তা বেড়েছে খুদে শিল্পীর।
এই কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ছোট্ট রাজদীপ ঘোষ। টেলিভিশনে বৃহত্তম গানের প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম্যান্স মুগ্ধ করেছে সকলকে। শিশু শিল্পীর গানের স্বর, উচ্চারণ ও সুরের লড়াইয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। কার গলার স্বর ও সুর বাকিদের থেকে ভাল। সেই দিক থেকে যোগ্যতা অর্জন করে ডোমজুড় থানার মাকড়দহ এলাকার ছোট্ট ছেলেটি।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ মানুষ এই রোগের শিকার! উচ্চ কোলেস্টেরল কমাতে কী খাবেন? জানুন
২০১৯ সালের পর থেকে একাধিক টেলিভিশন শো’তে অংশগ্রহণ। রাজদীপ এর সদাহাস্যময় মুখ দর্শক বা সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি বিচারকদের মন জয় করে নিয়েছে তার সুরের জাদু। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা রাজদীপ, বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই বেশ সাবলীল।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!
রাজদীপের মা পূর্ণিমা ঘোষ জানান, বাড়িতে দিদির গানের রেওয়াজ দেখে তিন চার বছর বয়স থেকে গানের প্রতি আগ্রহী হয় রাজদীপ। যেমন গান গাইতে ভালবাসে তেমনই চেয়ারে বসে অথবা কোনও ড্রাম বা জার পেলেই বাজনা বাজিয়ে সুর তোলে। গান বাজনার পাশাপাশি খেতে ভীষণ ভালবাসে রাজদীপ। বিশেষ করে বাড়িতে তৈরি বিরিয়ানি প্রিয় খাবার।
advertisement
২০১৯ সালে প্রথম টেলিভিশন শো’তে অংশগ্রহণ করে রাজদীপ। এরপর আরও জনপ্রিয়তা বাড়ে একের পর এক টেলিভিশন শোতে অংশগ্রহণ। মাত্রা ১৩ বছর বয়সেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানের ডাক আসছে রাজদীপের কাছে। অল্প বয়সে বেশি দূরে শো করতে না পারলেও হাওড়ার পার্শ্ববর্তী মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান কলকাতায় ডাক পেলেই পৌঁছে যাচ্ছে রাজদীপ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Singer Rajdeep Ghosh: বাংলার রাজদীপ এখন 'ছোট্ট বাপ্পিদা', কারণ জানলে চমকে যাবেন! চেনেন এই খুদেকে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement