Phobia short film: ব্রেকআপের ভয়ে প্রেমিকাকে খুন! বাংলায় এবার 'ফোবিয়া' নিয়ে এলেন পীযুষ
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Phobia short film: ছবিটির শ্যুটিং হয়েছে মূলত কলকাতাকে ঘিরেই। গান লিখেছেন পীযূষ এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-র 'মধুবালা' গানের জন্য পরিচিত।
কলকাতা: হিন্দির পর এবার বাংলাতেও 'ফোবিয়া'। নতুন ছবি নিয়ে আসছেন নবাগত পরিচালক পীযূষ চট্টোপাধ্যায়। স্বল্পদৈর্ঘ্যর এই ছবিতে গান করেছেন 'সারেগামাপা' রিয়ালিটি শো খ্যাত সুপ্রতীক ভট্টাচার্য এবং গানটিতে সুর দিয়েছেন তন্ময় সাধক। ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সেই গান। যেখানে ব্যক্ত করা হয়েছে ছবির মূল ভাবনা ফোবিয়া বা ভয় যা প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে থাকে।
প্রত্যেক মানুষের মধ্যেই বিভিন্ন রকম ভয় জন্মায় বিভিন্ন রকম পরিস্থিতি থেকে। সেই ভয়ের গল্পকেই ব্যাখ্যা করেছেন পরিচালক। শর্ট ফিল্ম 'ফোবিয়া'-র ট্রেলার লঞ্চ হল 'আইলিড ইনস্টিটিউট'-এ। উপস্থিত ছিলেন পরিচালক পীযূষ-সহ বাকি কলাকুশলীরা।

advertisement
পার্থ চট্টোপাধ্যায় এবং পীযূষ চট্টোপাধ্যায় প্রযোজিত এবং পীযূষ ফিল্মস অফিসিয়াল (ইউটিউব চ্যানেল) দ্বারা নিবেদিত 'ফোবিয়া'। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রানা ভট্টাচার্য, রীমা মন্ডল এবং মৃণাল দাস, শুভদীপ এবং দীপ৷
advertisement
ছবিটি এমন এক মানুষের গল্প, যে তার জীবনে হাজার হাজার সঙ্কট, না পাওয়াকে লঙ্ঘন করতে না পেরে সমাজের থেকে দূরে সরতে শুরু করে। সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠে। এমন সময় তার ভালোবাসার মানুষ তাকে বলে দু'মাসের মধ্যে যদি তাদের বিয়ে না হয় তাহলে তাদের সম্পর্ক ভেঙে যাবে। মানুষিক ভাবে দুর্বল হতে থাকে এই চরিত্র। বান্ধবীকে হারানোর ভয়ে তাকে খুন করে ফেলে সে। যাতে তার প্রেমিকা আর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে না পারে।
advertisement
আরও পড়ুন: টলি বনাম বলি যুদ্ধে নামব না, আগে নিজেদের মধ্যে বিবাদ মিটুক, পাঠান নিয়ে লিখলেন দিলখুশের পরিচালক রাহুল
ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পীযূষ। গল্প লিখেছেন প্রশান্ত দাস। ছবিটির শ্যুটিং হয়েছে মূলত কলকাতাকে ঘিরেই। গান লিখেছেন পীযূষ এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-র 'মধুবালা' গানের জন্য পরিচিত। ক্যামেরায় ছিলেন শুভম দে।
advertisement
পরিচালক পীযূষ বলেন, “বাংলায় বাণিজ্যিক শর্ট ফিল্মের বিশাল সুযোগ নেই। এখানে শর্ট ফিল্ম বেশির ভাগ ফিল্ম উৎসবের জন্য তৈরি করা হয়। এই ছবিটি একটি রোমাঞ্চকর জয়রাইড যেখানে দর্শকরা আবেগে আপ্লুত হওয়ার আশা করতে পারেন। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 10:44 AM IST