Phobia short film: ব্রেকআপের ভয়ে প্রেমিকাকে খুন! বাংলায় এবার 'ফোবিয়া' নিয়ে এলেন পীযুষ

Last Updated:

Phobia short film: ছবিটির শ্যুটিং হয়েছে মূলত কলকাতাকে ঘিরেই। গান লিখেছেন পীযূষ এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-র 'মধুবালা' গানের জন্য পরিচিত।

বাংলা ছবি ফোবিয়া
বাংলা ছবি ফোবিয়া
কলকাতা: হিন্দির পর এবার বাংলাতেও 'ফোবিয়া'। নতুন ছবি নিয়ে আসছেন নবাগত পরিচালক পীযূষ চট্টোপাধ্যায়। স্বল্পদৈর্ঘ্যর এই ছবিতে গান করেছেন 'সারেগামাপা' রিয়ালিটি শো খ্যাত সুপ্রতীক ভট্টাচার্য এবং গানটিতে সুর দিয়েছেন তন্ময় সাধক। ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সেই গান। যেখানে ব্যক্ত করা হয়েছে ছবির মূল ভাবনা ফোবিয়া বা ভয় যা প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে থাকে।
প্রত্যেক মানুষের মধ্যেই বিভিন্ন রকম ভয় জন্মায় বিভিন্ন রকম পরিস্থিতি থেকে। সেই ভয়ের গল্পকেই ব্যাখ্যা করেছেন পরিচালক। শর্ট ফিল্ম 'ফোবিয়া'-র ট্রেলার লঞ্চ হল 'আইলিড ইনস্টিটিউট'-এ। উপস্থিত ছিলেন পরিচালক পীযূষ-সহ বাকি কলাকুশলীরা।
বাংলা ছবি ফোবিয়া বাংলা ছবি ফোবিয়া
advertisement
পার্থ চট্টোপাধ্যায় এবং পীযূষ চট্টোপাধ্যায় প্রযোজিত এবং পীযূষ ফিল্মস অফিসিয়াল (ইউটিউব চ্যানেল) দ্বারা নিবেদিত 'ফোবিয়া'। ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রানা ভট্টাচার্য, রীমা মন্ডল এবং মৃণাল দাস, শুভদীপ এবং দীপ৷
advertisement
ছবিটি এমন এক মানুষের গল্প, যে তার জীবনে হাজার হাজার সঙ্কট, না পাওয়াকে লঙ্ঘন করতে না পেরে সমাজের থেকে দূরে সরতে শুরু করে। সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠে। এমন সময় তার ভালোবাসার মানুষ তাকে বলে দু'মাসের মধ্যে যদি তাদের বিয়ে না হয় তাহলে তাদের সম্পর্ক ভেঙে যাবে। মানুষিক ভাবে দুর্বল হতে থাকে এই চরিত্র। বান্ধবীকে হারানোর ভয়ে তাকে খুন করে ফেলে সে। যাতে তার প্রেমিকা আর কারও সঙ্গে সম্পর্কে জড়াতে না পারে।
advertisement
ছবিটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন পীযূষ। গল্প লিখেছেন প্রশান্ত দাস। ছবিটির শ্যুটিং হয়েছে মূলত কলকাতাকে ঘিরেই। গান লিখেছেন পীযূষ এবং সুর করেছেন তন্ময় সাধক, যিনি টলিউড সুপারস্টার জিতের চলচ্চিত্র 'শেষ থেকে শুরু'-র 'মধুবালা' গানের জন্য পরিচিত। ক্যামেরায় ছিলেন শুভম দে।
advertisement
পরিচালক পীযূষ বলেন, “বাংলায় বাণিজ্যিক শর্ট ফিল্মের বিশাল সুযোগ নেই। এখানে শর্ট ফিল্ম বেশির ভাগ ফিল্ম উৎসবের জন্য তৈরি করা হয়। এই ছবিটি একটি রোমাঞ্চকর জয়রাইড যেখানে দর্শকরা আবেগে আপ্লুত হওয়ার আশা করতে পারেন। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Phobia short film: ব্রেকআপের ভয়ে প্রেমিকাকে খুন! বাংলায় এবার 'ফোবিয়া' নিয়ে এলেন পীযুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement