Bengali Serial TRP: টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?

Last Updated:

Bengali Serial TRP: গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সিংহাসন নিজের দখলে রাখতে পারল না জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, নিম ফুলের মধু৷ হাতছাড়া হয়ে গেল সিংহাসন৷

টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?
টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?
কলকাতা: বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠTRবে অনুরাগীদের৷
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সিংহাসন নিজের দখলে রাখতে পারল না জনপ্রিয় ধারাবাহিক ফুলকি, নিম ফুলের মধু৷ হাতছাড়া হয়ে গেল সিংহাসন৷ একটানা নিজের জায়গা দখল করে রেখেছিল এই ধারাবাহিক৷ ধারবাহিক জগদ্ধাত্রীর নম্বরও দিন দিন কমেই যাচ্ছে৷
advertisement
advertisement
হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এবারের টিআরপি- তালিকা দেখলে চোখ কপালে উঠবে৷টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
কথা- ৭.৩ (প্রথম)
ফুলকি-গীতা এলএলবি-উড়ান – ৭.১(দ্বিতীয়)
নিম ফুলের মধু – রোশনাই- ৬.৪ (তৃতীয়)
কোন গোপনে মন ভেসেছে -শুভ বিবাহ-
জগদ্ধাত্রী-৬.১ (চতুর্থ)
বঁধূয়া-৫.৬ (পঞ্চম)
মিঠিঝোরা- ৫.৫(ষষ্ঠ)
ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৫.৪ (সপ্তম)
অনুরাগের ছোঁয়া- হরগৌরী পাইস হোটেল – ৫.০(অষ্টম)
কে প্রথম কাছে এসেছি – ৪.৫ (নবম)
তেঁতুলপাতা-পুবের ময়না-মালাবদল- ৩.৬ (দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.৩ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘কথা’ ৷ ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘গীতা এলএলবি’ ও ‘উড়ান’ ৷ ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ ও ‘রোশনাই’। ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘শুভ বিবাহ’, ‘জগদ্ধাত্রী’ ৷ ৫.৬ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘বঁধূয়া’ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: টিআরপি-তে বিরাট ধস...! এবারও সিংহাসন ফিরে পেল না পর্ণা-ফুলকি, তবে বাজিমাত করল কে?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement