Swastika Dutta: 'ছাড়তে জানতে হয়' কেন এমন বললেন স্বস্তিকা? পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কমতে থাকা টিআরপির ফলে মুখ থুবড়ে পড়ল মেগা। তাই মাত্র কয়েক মাসেই শেষ হল ঝিলমিলের সফর। শ্যুটিং-এর শেষে অভিনেত্রীর মনখারাপ করা পোস্ট।
মাত্র সাত মাসেই থমকে গেল ‘তোমার খোলা হাওয়া’। স্বস্তিকা দত্তের নতুন টিআরপিতে সেইভাবে প্রভাব ফলেতে পারেনি। কমতে থাকা টিআরপির ফলে মুখ থুবড়ে পড়ল মেগা। তাই মাত্র কয়েক মাসেই শেষ হল ঝিলমিলের সফর। শ্যুটিং-এর শেষে অভিনেত্রীর মনখারাপ করা পোস্ট। অনুরাগীদের সঙ্গে শ্যুটিং শেষের অনুভূতি শেয়ার করে নিলেন স্বস্তিকা।
অভিনেত্রী মেগার নানা সিনের ভিডিও তৈরি করে পোস্ট করছেন। সঙ্গে তাঁদের শেষদিনের একটা গ্রুপফি সঙ্গে তাঁর মেকআপ রুমের সাদা-কালো ছবি ভাগ করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
অভিনেত্রী পোস্টে ক্যাপশন হিসেবে লেখেন, ‘যার শেষ ভাল তার সব ভাল। আমরা এটাই বলি তাই না? দারুণ কাটল সময়টা। অনেকদিন পর্যন্ত মনে থেকে যাবে। এই স্মৃতি আমি কখনওই ভুলব না। সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। আমরা চাইনি কখন এই গল্পটা ফুরিয়ে যাক।’ পাশাপাশি লিখেছেন শ্যুটের শেষ থেকে শুরুর দিনের তারিখ ২৩.১১.২২ থেকে ২৫.০৭.২৩।
advertisement
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘শুরু হলে শেষ তো হবেই। আমি ঝিলমিল হতে পেরে সত্যি কৃতজ্ঞ। বেশ কিছু ভাল বন্ধুত্ব তৈরি হল, অনেক ভালোবাসা পেলাম। শিল্পী হিসেবে এই সফরে আমি অনেক কিছু শিখেছি। বাংলার সব থেকে অল্প বয়সই শাশুড়ি হয়ে ওঠার মাঝে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল।’
advertisement
পাশাপাশি অভিনেত্রী এই পোস্টে চ্যানেল-সহ সকলকে ধন্যবাদ জানাতে ভুলে গেছেন। অনুরাগীদেরও অভিনেত্রীর পোস্ট দেখে মন খারাপ। তাঁদের সকলেরই একটাই প্রশ্ন তিনি আবার কবে ফিরবেন ছোট পর্দায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 8:42 PM IST