Bengali Remake of Hindi Movie:শুধুমাত্র 'একটি' হিন্দি সংলাপের জন‍্য বাংলা রিমেক ছবি আয় করেছিল ১.৭ কোটি!

Last Updated:

Bengali Remake of Hindi Movie: ভারত বলিউডের জন্মভূমি। এখানেই জন্ম নিয়েছে সর্বকালের কিছু সেরা সেরা হিন্দিভাষী ছবি। বিশ্বের বাজারে বর্তমানে সবচেয়ে প্রোডাকশন হয় এই বলিউডেই।

বাংলা ছবি এই সংলাপের জন‍্য আয় করেছিল ১.৭ কোটি
বাংলা ছবি এই সংলাপের জন‍্য আয় করেছিল ১.৭ কোটি
ভারত বলিউডের জন্মভূমি। এখানেই জন্ম নিয়েছে সর্বকালের কিছু সেরা সেরা হিন্দিভাষী ছবি। বিশ্বের বাজারে বর্তমানে সবচেয়ে প্রোডাকশন হয় এই বলিউডেই। বিশেষ করে ষাট, সত্তর কিংবা আশির দশকের এমন কিছু ছবি রয়েছে যেখানে ব্যবহৃত কিছু কিছু সংলাপ আমাদের প্রতিদিনের কথাবার্তার অংশ হয়ে উঠেছে। ১৯৭১ সালে এমনই একটি চলচ্চিত্র তৈরি হয় যার একাধিক সংলাপ আমাদের অনেকেরই কন্ঠস্থ। এদের মধ্যে ‘শ্যাম আয়ে তো কহেনা ছেনু আয়া থা’ এই সংলাপটিও ছিল। এই সংলাপটি কেবল সেই যুগেই নয়, আজও হিন্দি ছবির বিখ্যাত সংলাপের কথা মাথায় এলেই মনে পড়ে। এই সংলাপ আসলে জনপ্রিয় হয়ে ওঠে এর ডেলিভারি অর্থাৎ বলার ভঙ্গি এবং তারকার জন্য। কেন না, তা ছিল খোদ শত্রুঘ্ন সিনহার মুখে। এছাড়া এই ছবিতেই বলিউডের রুপোলি পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন সুদর্শন নায়ক বিনোদ খান্না।
আমরা আসলে যে ছবিটির কথা বলছি তার নাম হল ‘মেরে আপনে’। এই ছবিটি ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত গীতিকার, পরিচালক গুলজার। পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। ছবিটি আসলে বাঙালি পরিচালক তপন সিনহার হিট বাংলা ছবি ‘আপনজন’-এর হিন্দি রিমেক। বলিউডে এই ছবির রিমেকটিও সমান ভাবেই হিট করে সেই সময়। স্বল্প বাজেটে নির্মিত এই ছবিটি সত্তরের দশকে প্রায় ১.৭ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল।
advertisement
advertisement
ছবির প্রধান অভিনেতাদের মধ্যে মীনা কুমারী, শত্রুঘ্ন সিনহা এবং বিনোদ খান্না উল্লেখযোগ্য। এই ছবিতেই আত্মপ্রকাশ করেছিলেন বিনোদ খান্না। সেই সঙ্গে শত্রুঘ্ন সিনহার রাগী যুবকের চরিত্রে অভিনয়ও সেই সময় দর্শকদের মন কেড়েছিল। এই চলচ্চিত্রটি মাত্র ৪০ দিনে তৈরি হয়। আরও মজার তথ্য হল ড্যানি ডেনজংপাও এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এই ছবিটির সঙ্গে একটি দুঃখজনক ঘটনাও জড়িয়ে রয়েছে। এই চলচ্চিত্রটি মুক্তির কয়েকদিন পরেই মীনা কুমারীর মৃত্যু হয়।
advertisement
ছবির গান লিখেছিলেন গুলজার এবং সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার সলিল চৌধুরী। ‘কোই হোতা জিসকো আপনা…’ এই ছবিরই বিখ্যাত একটি গান। এই গানে কন্ঠ দিয়ে বরাবরের মতোই সবার মন জয় করে নিয়েছিলেন কিশোর কুমার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Remake of Hindi Movie:শুধুমাত্র 'একটি' হিন্দি সংলাপের জন‍্য বাংলা রিমেক ছবি আয় করেছিল ১.৭ কোটি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement