Bengali Theatre: কলকাতায় শেষ অভিনয় নাট্যআননের ‘অ-পবিত্র’-এর, দেখা যাবে ২ জানুয়ারি

Last Updated:

Bengali Theatre:একেবারে বছরের শুরুতে ‘অ-পবিত্র’ নাটকের কলকাতায় শেষ অভিনয় হতে চলেছে৷ উল্লেখ্য, এটি নাটকের ৫০ তম অভিনয়ও বটে৷

কলকাতা: নাট্যমঞ্চে দর্শক সমাদর পেলে সেই নাটকের অভিনয় চলে দীর্ঘদিন৷ রজনীর পর রজনী অভিনয় হওয়ার পরেও তা যেন থামতেই চায় না৷ তবু সব কিছুর শেষ তো একটা আছেই৷ তেমনই নাট্যআনন নাট্যদলের ‘অ-পবিত্র’ নাটকটি৷ আগামী ২ জানুয়ারি, একেবারে বছরের শুরুতে ‘অ-পবিত্র’ নাটকের কলকাতায় শেষ অভিনয় হতে চলেছে৷ উল্লেখ্য, এটি নাটকের ৫০ তম অভিনয়ও বটে৷
এই নাটকের নির্দেশনায় রয়েছেন চন্দন সেন৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নাটক সমাদৃত হয়েছে৷ নাটকের অভিনেতাদের তালিকাও আকর্ষণীয়৷ এতে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, অসিত বসু, ভদ্রা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, পঞ্চানন বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়৷ এই নাটকের নির্দেশক চন্দন সেন জানালেন, ‘সব্যসাচী চক্রবর্তী এই নাটকে অভিনয় করেন৷ তিনি শারীরিক নানা কারণে আর অভিনয় করতে পারছেন না৷ সেই কারণেই এই নাটকের কলকাতায় শেষ অভিনয় ঘোষণা করা হয়েছে৷’
advertisement
advertisement
তা হলে কী সব্যসাচী চক্রবর্তীর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দিয়ে এই নাটকটি এগিয়ে নিয়ে যাওয়া যেত না? চন্দন জানাচ্ছেন, ‘সেটা ঠিক হবে না৷ গত পাঁচ বছর ধরে এক নাগাড়ে এই নাটকে অভিনয় করেছেন সব্যসাচী৷ ফলে তাঁকে বাদ রেখে এই নাটক হতে পারে না৷ একমাত্র যদি সব্যসাচী নিজে রাজি হন, তা হলে অন্য কথা৷’ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ‘অ-পবিত্র’ প্রথমবার মঞ্চে দেখা গিয়েছিল৷ তারপর থেকে দর্শক সমাদরে এই নাটক পৌঁছে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ সেই পথ চলায় এক গুরুত্বপূর্ণ স্থান ছিল কলকাতা, আর কলকাতাতে সেই নাটকের পথ চলা শেষ হল৷ এর পর এই নাটকের দু’টি অভিনয় রয়েছে বাঁকুড়া ও নন্দীগ্রামে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Theatre: কলকাতায় শেষ অভিনয় নাট্যআননের ‘অ-পবিত্র’-এর, দেখা যাবে ২ জানুয়ারি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement