Bengali Movie: র্যাম্পেই সিনেমার যাত্রা শুরু, জেলার উঠতি ছেলেমেয়েদের স্বপ্নপূরণ অলোকজিতের ছবির হাত ধরে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bengali Movie: ফ্যাশন শো-তে যোগ দিয়েছিলেন মেদিনীপুর, বর্ধমান, ক্যানিং-সহ জেলার একাধিক মডেল। সেখান থেকেই অভিনয়ের দক্ষতা বিচার করে কাস্টিং করা হবে। ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে।
কলকাতা: র্যাম্পেই শুরু সিনেমার জয়যাত্রা। কলকাতা শহরে যোগেশ মাইম অ্যাকাডেমিতে আয়োজিত ফ্যাশন শো থেকেই জেলার ছেলেমেয়েদের কাস্ট করা হবে ছবিতে। নবাগত পরিচালক অলোকজিৎ একঝাঁক নতুন মুখকে নিয়েই নতুন ছবির যাত্রা শুরু করেছেন। ছবির নাম, ‘এনএসএসএআই: দ্য কেস অফ সাসপেন্ডেড এমএলএ’। ছবি শ্যুটিং শুরু হয়েছে আগেই। তবে পরবর্তী অধ্যায়ের শ্যুটিংয়ের আগে অভিনব উদ্যোগ নির্মাতাদের। কাস্টিং নিয়ে নতুন ভাবনা।

অলোকজিতের জুড়িদার অঙ্কুর মাইতি৷ ‘দ্য ফ্যাশন প্ল্যানেট সিজন ৩’ এবং ‘লেভেল ৫ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’-এর উদ্যোগে এক ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল। এই শো থেকেই বেছে নেওয়া হিবে সিনেমার কলাকুশলীদের। তারই কর্ণধার অঙ্কুর।
advertisement
আরও পড়ুন: ট্রেনে এক দেখাতেই প্রেম, বিয়ে করেও পাননি সংসার-সুখ, ‘ডিভোর্স’ হওয়ার আগেই… বলুন তো কে এই গায়িকা?
advertisement
ফ্যাশন শো-তে যোগ দিয়েছিলেন মেদিনীপুর, বর্ধমান, ক্যানিং-সহ জেলার ৫৫ জন মডেল। সেখান থেকেই অভিনয়ের দক্ষতা বিচার করে কাস্টিং করা হবে। ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে। কাস্টিং সম্পূর্ণ হলে ছবির পরবর্তী শ্যুটিং শুরু হবে। পরিচালক নিজেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই র্যাম্পেই পোস্টার লঞ্চ হল ছবির।
সিনেমা তৈরির নেপথ্যে রয়েছে লড়াইয়ের গল্প। বিভিন্ন জেলার উঠতি শিল্পীদের স্বপ্ন জুড়ে গিয়েছে এই ছবিতে। অলোকজিৎ এবং অঙ্কুরের অনেকদিনের ইচ্ছে পূরণ হচ্ছে এই থ্রিলার ছবির হাত ধরে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2024 8:10 PM IST