সাহিত্যক প্রফুল্ল রায়ের জীবনাবসান... মনখারাপের বর্ষাতেই চলে গেলেন 'নোনা জল মিঠে মাটি'র স্রষ্টা

Last Updated:

বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে।  বাংলা সাহিত্য জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

News18
News18
মৃত্যু কেবল মিথ্যে হোক… তবু তা হয় কী? সারা শহর যখন ঘনঘোর বর্ষায় বিরহকাতর, তখনই আরও এক নক্ষত্রপতন বাংলা সাহিত্যে। চলে গেলেন প্রফুল্ল রায়। বৃহস্পতিবার দুপুর ৩টেয় প্রয়াত হয়েছেন কেয়া পাতার নৌকোর স্রষ্টা।
শিকড়হারা মানুষের কথা লিখতেন তিনি। লিখতেন সব হারানোর যন্ত্রণার কথা। দেশভাগের হাহাকার বুকে নিয়েও মানুষের স্বপ্ন দেখার গল্প উঠে আসত তাঁর ভাবনায়। অবিভক্ত বাংলাদেশেই তাঁর জন্ম। পরে তিনি চলে আসেন এদেশে। তাই বোধ ছিন্নমূল হওয়ার জ্বালা তিনি জানতেন। তাঁর জনপ্রিয়তম উপন্যাস কেয়াপাতার নৌকা। লিখেছেন ভাগাভাগি, শতধারায় বয়ে যায়, নোনা জল মিঠে মাটি। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরস্কার। পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। লিখেছেন অজস্র ছোটগল্প। সেখানেও সব শেষে তিনি মনুষ্যত্বের গানই গেয়েছেন। মাঝি, চর, গন্তব্য, ধুন্নিলালের দুই সঙ্গী, কিছুক্ষণ, শিকড়ের মতো গল্পগুলি মনভার করে দেয় অনায়াসেই।
advertisement
advertisement
বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে।  বাংলা সাহিত্য জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাহিত্যক প্রফুল্ল রায়ের জীবনাবসান... মনখারাপের বর্ষাতেই চলে গেলেন 'নোনা জল মিঠে মাটি'র স্রষ্টা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement