Bengali Film Putul in Oscar: অস্কারের দৌড়ে প্রথম বাংলা ছবি! অচিরেই ইতিহাস গড়ে ফেলল 'পুতুল', গর্বের অন্ত নেই
- Written by:Manash Basak
- news18 bangla
- Published by:Sanchari Kar
Last Updated:
Bengali Film Putul in Oscar: অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে জায়গা করে নিল কোনও বাংলা ছবি৷ এর আগে অস্কারে সিলেক্টেড হয়েছিল এই ছবির গান ‘ইতি মা’৷
কলকাতা: অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে ঢুকে পড়ল ‘পুতুল’৷ প্রথম বাংলা ছবি হিসাবে এই কৃতিত্ব অর্জন করল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি৷ ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম।
অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে জায়গা করে নিল কোনও বাংলা ছবি৷ এর আগে অস্কারে সিলেক্টেড হয়েছিল এই ছবির গান ‘ইতি মা’৷ গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী৷ তবে অস্কারের দৌড় থেকে ছিটকে যায় ‘ইতি মা’।
advertisement
এবার দেখার পালা অস্কার ঘরে আনতে পারে কিনা ‘পুতুল’। মোট ৩২৩ টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে রয়েছে ২০৭ টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2025 12:23 PM IST










